কলকাতা ব্যুরো: নতুন সংসদ ভবন নির্মাণের কন্ট্রাক্ট জিতে নিল টাটা গোষ্ঠী। টাটা প্রজেক্টস লিমিটেডের ৮৬১.৯ কোটি টাকার দরপত্র অনুমোদন করলো কেন্দ্রীয় পূর্ত দপ্তরের। সাতটি আবেদনকারী সংস্থার মধ্যে থেকে লারসেন এন্ড টুব্রো, সাপুরজি পালোনজি কোম্পানি প্রাইভেট লিমিটেড, ও টাটা প্রোজেক্টস লিমিটেড আর্থিক দরপত্র জমা দেবার যোগ্যতা অর্জন করেছিলো।

Share.
Leave A Reply

Exit mobile version