কলকাতা ব্যুরো: দিন কয়েক আগে তপসিয়ার যুবক অভিজিৎ রজক খুনের ঘটনায় ইতিমধ্যেই তার কাকা এবং বৌদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পারিবারিক দ্বন্দ্ব ও বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ওই খুনের কথা সামনে এসেছে। ওই ঘটনায় আরও কেউ যুক্ত ছিল কিনা এখন তা খতিয়ে দেখছে পুলিশ।বাড়িতেই অভিজিতের মৃতদেহ মিললেও বাড়ির বাকিরা কেন তা টের পেলেন না তা নিয়ে প্রথমেই সন্দেহ জাগে পুলিশের। বাড়ির লোকেরাই তাদন্তকারীদের বিভ্রান্ত করতে সামনে আনে দুটি সাইকেল চুরির গল্প। নিজেরাই বাড়ির দুটো পুরনো সাইকেলকে কিছুটা দূরে ফেলে রেখে আসে।পুলিশের স্নিফার ডগের সাহায্যে একটি সাইকেলের হদিস মেলে। পারিবারিক শত্রুতার বিষয়টি সামনে আসার পর এখন ওই ঘটনায় তৃতীয় কোনো ব্যক্তিও যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।