কলকাতা ব্যুরো: লস্কর জঙ্গী সন্দেহে তৃতীয় তানিয়া পারভিনকে জেরা করে কর্ণাটক থেকে ধৃত সন্দেহভাজন সৈয়দ ইদ্রিস নবীকে বুধবার আনা হচ্ছে কলকাতায়। আজই তাকে কলকাতায় এন আই এ আদালতে তোলার কথা।

বসিরহাটের বাদুড়িয়া থেকে তরুণী তানিয়া পারভিনের সঙ্গে লস্কর যোগ নিয়ে বহু তথ্য পেয়েছে ন্যাশনাল ইনভেস্টিগতিং এজেন্সি। ওই তরুণীকে ইতিমধ্যেই কলকাতা থেকে দিল্লি নিয়ে গিয়ে একাধিক সন্দেহভাজন ধৃতের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে।

লস্করের হয়ে এ রাজ্যে সংগঠন তৈরী, সদস্য বৃদ্ধি এবং লস্করের ভাবধারা প্রচারে বড় ভূমিকা নিয়েছিল তানিয়া পারভিন। তাকে জেরা করে সৈয়দ ইদ্রিসকে মঙ্গলবার রাতে কর্ণাটক থেকে গ্রেফতার করে এনআইএ। তাকে কলকাতা এনে আরো জেরা করতে চায় তদন্তকারীরা।

Share.
Leave A Reply

Exit mobile version