এক নজরে

ট্যাংরায় ভাড়াটিয়াকে কুপিয়ে খুন

By admin

October 18, 2020

কলকাতা ব্যুরো: ট্যাংরায় এক ভাড়াটিয়াকে কুপিয়ে খুনের ঘটনা ঘটলো শনিবার। এই ঘটনায় অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে। অভিযোগ, বাড়ি ভাড়া নিয়ে কিছুদিম ধরে বিবাদ চলছিলো তাদের। বাড়ি খালি করতে চাপ ছিলো প্রমোটিং এর স্বার্থেও। তার জেরেই শনিবার ধারালো অস্ত্রের আঘাতে ওই ভাড়াটিয়াকে খুন করা হয় বলে অভিযোগ।এই ঘটনায় ইতিমধ্যেই ৪ জনকে আটক করেছে ট্যাংরা থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে লালবাজারও। ঘটনায় দুই পক্ষেরই আহত হয়েছেন বেশ কয়েকজন।