কলকাতা ব্যুরো: বায়ুসেনার বিমানে দিল্লি হয়ে কলকাতায় ফিরলেন আফগানিস্তানে আটকে থাকা ২ বাঙালি। তবে দেশে ফিরলেও নিমতার বাসিন্দা তমাল ভট্টাচার্য এবং লেক ভিউয়ের বাসিন্দা স্মরজিৎ মুখোপাধ্যায়ের চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। আফগানিস্তানে একটি আন্তর্জাতিক স্কুলে শিক্ষকতা করতে গিয়ে সেদেশে আটকে পড়েন বলে জানিয়েছেন তমাল ভট্টাচার্য। তবে, কী কারণে আফগানিস্তানে ছিলেন, সেব্যাপারে মুখ খোলেননি লেক ভিউয়ের বাসিন্দা সরজিৎ মুখোপাধ্যায়।  

কলকাতায় ফিরে, চাঞ্চল্যকর অভিযোগ তমালের। তিনি জানালেন, তালিবান তাঁদের সঙ্গে ভাল ব্যবহার করেছে। ভাল খেতে দিয়েছে। এমনকী, ক্রিকেটও খেলেছে। রবিবার রাতে কলকাতায় ফিরেছেন নিমতার যুবক তমাল ভট্টাচার্য। সকালে কাবুল থেকে গাজিয়াবাদ, তারপর ফিরেছেন কলকাতা। সেখানে তিনি গিয়েছিলেন, অধ্যাপনা করতে।

উল্লেখ্য, মার্চে কাবুলে গিয়েছিলেন নিমতার ওলাইচণ্ডীতলার বাসিন্দা তমাল। কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরেই একের পর এক প্রদেশ দখল করতে শুরু করে তালিবানরা। তারপর তালিবানরা এগিয়ে আসতে থাকে কাবুলের দিকে। এদিকে গত রবিবার তালিবানরা কাবুলে ঢুকে পড়ে। এই খবর পাওয়ার পর থেকেই উৎকণ্ঠায় ছিলেন তমাল ভট্টাচার্যের পরিবারের সদস্যরা।

এরপর রবিবার রাতে বাড়ি ফেরার পরে সব উৎকণ্ঠার অবসান। যদিও গত কয়েক দিনে বাড়ির লোকের ভয় দূর করতে ভিডিও কল করেছেন, আশপাশের পরিবেশ সম্পর্কে বাড়ির লোককে আশ্বস্ত করার চেষ্টা চালিয়ে গিয়েছেন তমাল। এদিকে কলকাতায় ফেরার পরে তমাল বায়ুসেনাকে ধন্যবাদ জানিয়েছেন। ধন্যাবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদী সরকারকেও। তিনি বলেছেন একটা অনিশ্চিয়তা তৈরি হয়েছিল সেখানে। তবে তালিবানদের প্রধান তাঁদের সবাইকে আশ্বস্ত করে বলেছিলেন, কোনও ক্ষতি করা হবে না। তিনি বলেন, তালিবানদের তরফে বলা হয়েছে তারা নতুন দেশ তৈরি করতে চায়। তারা আর গত শতাব্দীর ৯০ দশকের তালিবানরা এক নয় বলেও তাঁদের জানানো হয়েছিল।

Share.
Leave A Reply

Exit mobile version