এক নজরে

ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ করলো তালিবান

By admin

August 19, 2021

কলকাতা ব্যুরো: কাবুল দখল করার পর ভারতের সঙ্গে যাবতীয় আমদানি-রফতানি বন্ধ করে দিল তালিবান। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন-এর ডিরেক্টর জেনারেল ড. অজয় সহায় জানিয়েছেন, পাকিস্তানের স্টানজিট রুট দিয়ে মালবাহী জাহাজের যাতায়াত বন্ধ করে দিয়েছে তালিবান। তার ফলে বন্ধ হয়েছে আমদানি ও রফতানি।

এফআইইও-এর ডিজি সহায়ের কথায়, “আফগানিস্তানের পরিস্থিতির উপর আমরা প্রতিনিয়ত নজর রাখছি। সেখান থেকে দ্রব্য আমদানি হয় পাকিস্তানের ট্রানজিট রুটের মধ্যে দিয়ে। আপাতত পাকিস্তানে মালবাহী জাহাজের যাতায়াত বন্ধ রেখেছে তালিবান। আর সেকারনেই স্বাভাবিকভাবে বন্ধ হয়ে রয়েছে আমদানি ও রফতানি।”

আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের ৷ সে দেশে বড় মাত্রায় বিনিয়োগ রয়েছে দিল্লির ৷ এ ব্যাপারে সহায় জানিয়েছেন, “আমরা আফগানিস্তানের অন্যতম বৃহত্তম পার্টনার ৷ ২০২১ সালে আফগানিস্তানে আমরা ৮৩৫ মিলিয়ন ডলারের জিনিস রফতানি করেছি ৷ আর এই বছর সে দেশ থেকে আমরা আমদানি করেছি ৫১০ মিলিয়ন ডলারের জিনিস ৷

তবে বাণিজ্যের বাইরেও আফগানিস্তানে আমাদের প্রচুর বিনিয়োগ রয়েছে ৷ আফগানিস্তানে আমরা প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছি ৷ সেখানে রয়েছে আমাদের প্রায় ৪০০টি প্রকল্প, যার মধ্যে কয়েকটির কাজও শুরু হয়ে গিয়েছে ৷”

আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহণ করিডর দিয়ে ও দুবাই রুট দিয়ে যে জিনিসগুলি রফতানি হয়, সেগুলি এখনও চলছে বলে জানিয়েছেন সহায় ৷ ভারতের সঙ্গে আফগানিস্তানের বাণিজ্যিক সুসম্পর্কের কথা জানিয়ে তিনি বলেন, কাবুলে চিনি, ওষুধ, চা, কফি, মশলা ও ট্রান্সমিশন টাওয়ার রফতানি করে ভারত ৷ আমদানি করা হয় মূলত ড্রাই ফ্রুটস ৷ এ ছাড়াও কিছু পরিমাণ আঠা ও পেঁয়াজও আফগানিস্তান থেকে আমদানি করে ভারত ৷

আগামী দিনেও দু দেশের বাণিজ্যিক সম্পর্ক ভাল থাকবে বলে আশাপ্রকাশ করেছেন এফআইইও-র ডিজি ৷ তিনি বলেছেন, “আমি নিশ্চিত যে কিছু সময়ের মধ্যেই আফগানিস্তান বুঝতে পারবে যে সামনে এগিয়ে চলার ক্ষেত্রে একমাত্র পথ হল অর্থনৈতিক উন্নয়ন ৷ ফলে বাণিজ্য যে ভাবে চলছিল, সেটাই চালাতে শুরু করবে তারা ৷ “

আপাতত আফগানিস্তানের সঙ্গে আমদানি ও রফতানি বন্ধ হওয়ায় আমাদের দেশে ড্রাই ফ্রুটসের দাম বাড়তে পারে ৷ প্রায় ৮৫ শতাংশ ড্রাই ফ্রুটসই আফগানিস্তান থেকে আমদানি করে দিল্লি ৷