%%sitename%%

এক নজরে

Taliban Afghanistan: মহিলাদের কাজ সন্তান জন্ম দেওয়া, মন্ত্রক সামলানো নয়

By admin

September 11, 2021

কলকাতা ব্যুরো: সম্প্রতি তালিবানের সরকারে কোনও মহিলা না থাকার বিরোধিতায় আফগানিস্তানের বিভিন্ন শহরে প্রতিবাদ করতে দেখা গিয়েছে মহিলাদের। কাবুল, হেরাট সহ একাধিক শহরে রাস্তায় নেমে তালিবানের চোখে চোখ রেখে প্রতিবাদ জানাচ্ছেন মহিলারা।

সেই প্রেক্ষিতে প্রশ্ন করা হলে তালিবানি মুখপাত্র সৈয়দ জেকরুল্লাহ হাশিমি বলেন, ‘ক্যাবিনেটে মহিলাদের কোনও প্রয়োজন নেই। মহিলাদের কাজ শুধু সন্তান জন্ম দেওয়া।’ তালিব মুখপাত্রের আরও দাবি, ‘এই কয়েকটা প্রতিবাদ গোটা দেশের মহিলাদের দাবি হতে পারে না।’

এর আগেও মহিলাদের তরমুজের সঙ্গে তুলনা টানা হয়েছিল। এক তালিবান নেতা বোরখা প্রসঙ্গে এক সাংবাদিককে বলেছিলেন, ‘বাজারে কোনও তরমুজ কাটা হলে কি আপনি তা কিনবেন? তাহলে বোরখা ছাড়া কোনও মহিলাকে কেন বিয়ে করবে?’

এর আগে কাবুল দখলের পর তালিবান মহিলাদের অধিকার প্রসঙ্গে প্রতিশ্রুতি দিয়ে অনেক বড় বড় কথা বলেছিল। দাবি করা হয়েছিল যে তারা নাকি সংবাদমাধ্যমের স্বাধীনতার রক্ষা করবে। তবে যতই দিন যাচ্ছে, ততই মুখোশ খুলছে তালিবানের। কাবুলের রাস্তায় মহিলা বিক্ষোভকারীদের আন্দোলনের খবর করতে গিয়ে তালিবানি নৃশংসতার শিকার হতে হয় আফগান সাংবাদিকদের। গত ২৪ ঘণ্টায় সেদেশে ২৪ জনের বেশি সাংবাদিককে আটক করেছে তালিবান।