এক নজরে

জার্মান সাংবাদিকের বাড়িতে হানা

By admin

August 20, 2021

কলকাতা ব্যুরো: শোনা গিয়েছিল, আফগানিস্তানে নতুন করে ক্ষমতা দখল করার পরে তালিবান নাকি আর আগের মূর্তি ধারণ করবে না। কিন্তু সেসব যে নেহাতই কথার কথা, তা ক্রমশই পরিষ্কার হয়ে যাচ্ছে। এর আগেও বোরখা না পরায় এক মহিলাকে গুলি করার কথা জানা গিয়েছিল। এছাড়াও আরও নানা তালিবানি কীর্তি সামনে এসেছিল। বৃহস্পতিবার জানা গেল আরেক নারকীয় কাণ্ডের কথা। এক সাংবাদিককে মারতে তাঁর বাড়িতে চড়াও হয়েছিল তালিবান। কিন্তু তাঁকে না পেয়ে তাঁর আত্মীয়কেই গুলি করে খুন করলো।

জার্মান এক সংবাদমাধ্যম জানাচ্ছে এক সাংবাদিকের বাড়ি হানা দিয়েছিল তালিবান। কিন্তু সাংবাদিককে না পেয়ে তাঁর এক আত্মীয়কেই গুলি করে হত্যা করে তারা। তাদের গুলিতে গুরুতর জখম হন আরেকজন। বাকিরা কোনও মতে পালিয়ে বাঁচেন।

জার্মান সংবাদমাধ্যম আরও জানায়, যেভাবে তালিবান আমাদের এক অন্যতম সম্পাদকের নিকটাত্মীয়কে খুন করল তা অকল্পনীয় মর্মান্তিক। আফগানিস্তানে আমাদের সমস্ত কর্মীদের পরিবার কতটা বিপন্ন অবস্থায় রয়েছে তা এই ঘটনা থেকে স্পষ্ট। সংস্থার যে কর্মীরা আফগানিস্তানে রয়েছেন তাঁদের সুরক্ষার ব্যাপারে পদক্ষেপ করার জন্য জার্মানির সরকারের কাছে আর্জি জানিয়েছেন সংবাদমাধ্যমের হেড অব দ্য ডিপার্টমেন্ট।

প্রসঙ্গত, গত তিন মাসে তালিবানের হানায় বহু সাংবাদিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্যতম ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকি। এছাড়াও মহিলা সাংবাদিকদের ইতিমধ্যেই হুমকি দেওয়া হয়েছে আর অফিসে না আসতে। সব মিলিয়ে ক্রমেই পরিষ্কার হয়ে যাচ্ছে তালিবানের উদ্দেশ্য। মুখে তারা যাই বলুক, আসলে ভয়ের রাজ্যই যে তারা স্থাপন করতে চাইছে তা দিনের আলোর মতো স্পষ্ট।