কলকাতা ব্যুরো: তালিবানের হাতে নিহত হলেন আফগানিস্তানের স্বঘোষিত রাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহর ভাই রহুল্লাহ আজিজি ৷ শুক্রবার তাঁকে তালিবান খুন করেছে বলে জানা যাচ্ছে ৷ পঞ্জশিরে হামলা চালানোর সময়ই তালিবানের হাতে বন্দি হন রহুল্লা ৷ অভিযোগ, মৃত্যুর পর পরিবারকে তাঁর দেহও ফেরত দেয়নি তালিবান।
তবে রহুল্লাহের পরিবারের তরফে অভিযোগ, ইসলামী ধর্ম মতে রহুল্লাহের দেহ সমাধিস্থ করতে দিচ্ছে না তালিবান ৷ তারা তাঁর দেহ পরিবারকে ফেরত দেয়নি ৷ রহুল্লাহের পরিবারের দাবি, তালিবান তাঁর দেহ প্রকাশ্যে পচাতে চায় ৷ তাই পরিবারকে দেহ ফেরত দেওয়া হচ্ছে না ৷
তবে ন্যাশানাল রেজিস্ট্যান্স ফোর্স তাদের প্রতিঘাত চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ৷ তবে এই ঘটনার মধ্যেই আমরুল্লাহ সালেহ এবং আহমেদ মাসুদের গতিবিধি সম্পর্কে কোনও খবর পাওয়া যাচ্ছে না ৷