এক নজরে

আফগানিস্তানে ফিরলেন তালিবান নেতা বরাদর

By admin

August 17, 2021

কলকাতা ব্যুরো: কাবুলে ফিরলেন তালিবান নেতা মোল্লা আব্দুল গনি বরাদর। মঙ্গলবার কাতারের রাজধানী দোহা থেকে তিনি আফগানিস্তানে ফেরেন বলে সে দেশের সংবাদমাধ্যম জানিয়েছে। দোহায় আমেরিকা এবং আফগান সরকারের সঙ্গে শেষ পর্যায়ের শান্তি বৈঠকে তালিবান প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বরাদর।

জানা যাচ্ছে, আফগানিস্তানের নয়া তালিবান নেতৃত্বাধীন সরকারের নেতৃত্বে দেখা যেতে পারে বরাদরকে। যদিও সেই সরকার শুধুমাত্র তালিবান প্রতিনিধিদের নিয়ে গড়া হবে না কি অন্য গোষ্ঠীগুলিও ক্ষমতার ভাগ পাবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

প্রসঙ্গত, তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ডান হাত ছিলেন বরাদর। ওমরের উত্তরসূরি হিসেবেও তাঁর নাম আলোচনায় ছিল। কিন্তু ২০১০ সালে পাকিস্তানের করাচিতে গ্রেফতারও হন বরাদর। ২০১৫ সালে আমেরিকার বিমানহানায় ওমরের মৃত্যুর পর তালিবানের নেতা হন আখতার মনসুর। ২০১৬ সালে মনসুরও ড্রোন হামলায় মারা যান। তালিবানের নেতা হন হিবাতুল্লা আখুন্দজাদা।

এরপর ২০১৮ সালে মুক্তি পাওয়ার পর ফের তালিবান সংগঠনে যোগ দেন অন্যতম প্রতিষ্ঠাতা নেতা। দলের প্রথম চার নেতার তালিকায় স্থানও পান বরাদর।