কলকাতা ব্যুরো: টানা ৬ মাস ৭ দিন বন্ধ থাকার পর আজ থেকেই খুলে যাচ্ছে তাজ মহল এবং আগ্রা ফোর্ট। ১৭ সার্চ থেকে বন্ধ ছিল ওই দুটি সৌধ।
তবে আপাতত দিনে ৫ হাজার পর্যটককে তাজ মহলে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আগ্রা ফোর্টে ঢুকতে পারবেন দিনে ২৫০০ পর্যটক।

তবে তাজ মহলই হোক বা আগ্রা ফোর্ট, টিকিট কাটতে হবে অনলাইনেই।

Share.
Leave A Reply

Exit mobile version