কলকাতা ব্যুরো: করোনা অতিমারিতে বিগত এক বছর ধরে বন্ধ দেশজুড়ে নানান পর্যটন কেন্দ্র! মানুষের ভিড় এবং সংক্রমণ এড়াতে সর্বত্রই এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগ্রার ‘তাজমহল’ তার ব্যতিক্রম নয়! কিছুদিন আগে দিনের বেলায় তাজমহল দর্শনের অনুমতি দেওয়া হয়েছিল। অবশেষে এক বছর পর শুরু হচ্ছে রাত্রিকালীন তাজমহল দর্শন। 

প্রসঙ্গত, ১৭ মার্চ, ২০২০ থেকে বন্ধ ছিল পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি! আর ২০২১-এর ২১ শে আগস্ট থেকে পুনরায় তাজমহল দর্শকের অনুমতি দেওয়া হয়েছে। তবে এখানে রয়েছে একটি টুইস্ট! কেবলমাত্র রাতের বেলার জন্য দর্শকদের অনুমতি দেওয়া হচ্ছে ভেতরে প্রবেশ করার। সেই সমস্ত পর্যটক যাঁরা চাঁদের আলোয় তাজের সৌন্দর্য উপভোগ করতে চান তাঁদের জন্য একেবারে সুবর্ণ সুযোগ। 

জানা গিয়েছে, ২১, ২৩ এবং ২৪ আগস্ট পর্যটকদের রাতে তাজমহল উপভোগ করার অনুমতি দেওয়া হবে কারণ প্রতি সপ্তাহে স্মৃতিসৌধটি শুক্রবার বন্ধ থাকে এবং রবিবার লকডাউন কার্যকর থাকে। পাশাপাশি তিনটি স্লট হিসেবে সময় নির্ধারণ করা হয়েছে, রাত সাড়ে আটটা থেকে ৯টা, রাত ৯টা থেকে সাড়ে ৯টা, এবং সাড়ে ৯টা থেকে ১০টা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিটি স্লটে ৫০ জন পর্যটককে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আগ্রার ২২ মল রোডের এএসআই অফিসের কাউন্টার থেকে একদিন আগে টিকিট বুক করা বাধ্যতামূলক! 

তবে রবিবার লকডাউনের সীমাবদ্ধতা এবং রাত ১০টার পর থেকে কারফিউ প্রত্যাহার না করা পর্যন্ত এটি সপ্তাহান্তে পর্যটকদের আকর্ষণ করবে কিনা সেই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। শহরের বেশিরভাগ পর্যটক আগ্রার নাইট ভিউ উপভোগ করতে বেশি ভালবাসেন, সেইদিকে বিচার করলে রাতের কারফিউ-এর বিষয়টি মাথায় রাখা উচিত। 

Share.
Leave A Reply

Exit mobile version