কলকাতা ব্যুরো : আজ বলি নায়িকা টাববু পঞ্চাশে পা দিলেন। কিন্তু এখনও তিনি সিঙ্গেল। বিয়ে করেন নি। বেশ কিছু ছবিতে অসামান্য পারদর্শিতা দেখিয়েছেন। ম্যাচিস, চাঁদনী বার, বিজয়পথ, দৃশ্যাম ইত্যাদি। আজ পঞ্চাশে এসে দুষছেন অজয় দেবগনকে। অজয়ের জন্যই তার বিয়ে করা হয়ে ওঠেনি। বেচারা টাববু । মন প্রাণ কবে যে অজয় দেবগণকে দিয়ে বসেছিলেন কেউ তা জানত না। আর অজয় কে দেখুন। দিব্যি কাজল কে বিয়ে করে সংসার পেতে বসে আছেন। মনে পড়ে না আর টাববুকে।
আজ টাববু অজয়কে দোষ দিয়ে বলেই দিলেন অজয় আর টাববু একে অপরকে পঁচিশ বছর ধরে চেনেন। ওর আত্মীয় সমীর আর্যার প্রতিবেশী আর বন্ধু ছিল অজয়। টাব্বুর দিকে সে সময় কোনো ছোকরা চোখ দিকেই অজয় তেড়ে যেতেন। কারো সঙ্গে মিশতে দেননি টাববু কে। কি অবস্থা বুঝুন। আজ উনি সিঙ্গেল শুধু অজয়ের জন্য। জীবনে বিয়ে করে থিতু হতে সবাই চায়। টাববুও চাইতেন। শুধু অজয়ের কথা ভেবে আর হলোনা। কি নির্মম !