এক নজরে

সৈয়দ কিরমানি কিছু বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে

By admin

January 09, 2021

কলকাতা ব্যুরো – ১৯৮৩ -র সেরা কিপার সৈয়দ কিরমানি কিছু বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে উঠে এলেন । তাঁর ধারণা এখনও সাবলীলভাবে পায়ের নড়াচড়া করতে পারেন না পন্থ, তার সিনিয়র ঋদ্ধিমান সাহার থেকে তিনি বরং তা শিখে নিতে পারেন। এরপরই ক্রীড়াজগতে তাবড় ব্যক্তিত্বরা নড়েচড়ে বসেন। কিরমানি জানান, শেষদিকের বেশ কিছু ম্যাচ পর্যবেক্ষণ করেছেন তিনি। সেই ম্যাচ বিশ্লেষণ করেই তিনি সিদ্ধান্ত নেন, ১৪ টি টেস্টে ১৩ টি ক্যাচ পড়েছে ঋষভের হাত থেকে, যা ফিটনেস এবং পর্যাপ্ত ট্রেনিংয়ের অভাবই ইঙ্গিত করছে। শুক্রবার ম্যাচের শেষে কিরমানি জানান, ‘যেমন ব্যাটসম্যানের বিচার হয় তার ফুটওয়ার্ক দেখে তেমন কিপারের ক্ষেত্রেও ফুটওয়ার্ক অত্যন্ত জরুরি। ঋষভ লেগসাইডের বল শরীর না ছুঁড়ে যেমন ধরতে পারেন না অপরদিকে ঋদ্ধিমান অনায়াসেই লেগসাইডের বল ধরতে পারেন কারণ তিনি কটি ধাপে বলের কাছে পৌছাতে হবে সেটা তিনি জানেন।’

এখানেই তিনি বুঝেছেন কোথাও প্রস্তুতিতে ফাঁক থেকে গিয়েছে। তিনি আরও বলেন, হাতের পজিশন সঠিক জায়গায় না থাকার জন্য অনেক ক্যাচ মিস করেছেন পন্থ। হাতের পজিশন ঠিক করার জন্য প্রাকটিসের প্রয়োজন। দেওয়ালে বল ছুরে ক্যাচ প্র্যাকটিস করতে হবে পন্থকে। যেটা ঋদ্ধিমান লকডাউনে করতেন , তাতে হাতের পজিশনও সঠিক হয় এবং হাতের তালু কিভাবে নরম রাখতে হয় সেটাও শেখা যায়।

কিরমানি চান, এখনও দু বছর ঘরোয়া ক্রিকেট খেলে প্রস্তুত হোক ঋষভ। তাঁর মতে, ঋদ্ধিমানকে সুযোগ দিলে এতদিনে ছয় সাত নম্বরে ব্যাটসম্যানের প্রয়োজন পূরণ হত। তবে তাঁর বক্তব্য থেকে এটা স্পষ্ট, উইকেটকিপিং-এর গ্রাউন্ডে পন্থ বেশ হতাশই করেছেন কিরমানিকে।