এক নজরে

স্বরূপনগরে গ্রেপ্তার দাগী দুষ্কৃতী

By admin

November 13, 2020

কলকাতা ব্যুরো : উত্তর ২৪ পরগনা হাবরা এলাকায় দাগী দুষ্কৃতী সেলিম মাঝি পুলিশের জালে ধরা পড়ল। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি। উত্তর ২৪ পরগনায় বিভিন্ন প্রান্তে চুরি ডাকাতির অভিযোগ রয়েছে সেলিমের বিরুদ্ধে। আগেও ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন সেলিম।

পুলিশ সূত্রে খবর স্বরূপনগরের কাটাবাগান এলাকায় সেলিমের বাড়ি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে বৃহস্পতিবার রাতে ফুলতলা বাজার এলাকায় ছিনতাই করার জন্য ঘোরাফেরা করছিলেন সেলিম। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। পরে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে বড় একটি চক্রের হদিশ পেতে চাইছে পুলিশ।

পুলিশ জানিয়েছে দীর্ঘদিন ধরে তারা সেলিমকে খুঁজছিল। অনেক ডাকাতির মামলায় তার নাম জড়িয়ে আছে। পরে একটি ডাকাতির মামলায় সেলিম ধরা পড়ে কিন্তু জামিনে ছাড়া পেয়ে যায়।