এক নজরে

বিজেপিতে যোগ দিয়েই কেন্দ্রীয় মন্ত্রী পদমর্যাদা শুভেন্দুর

By admin

December 31, 2020

কলকাতা ব্যুরো: বিজেপিতে যোগ দেওয়ার পর দু’সপ্তাহ কাটেনি। আবার বড় পদ দেওয়া হল শুভেন্দু অধিকারীকে। জুট কর্পোরেশন অব ইন্ডিয়ার ডিরেক্টর হচ্ছেন সদ্য তৃণমূল ছেড়ে যাওয়া শুভেন্দু অধিকারী। এই পদটি কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা ভুক্ত। তৃণমূল সরকারের তিনটি দপ্তরের মন্ত্রী পদ ছেড়ে গিয়েও তাকে মুকুল রায় বা শোভন চট্টোপাধ্যায় এর মত ক্ষমতা থেকে দূরে থাকতে হলো না। কেননা কেন্দ্রীয় সরকার তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী পদমর্যাদার এই নতুন পদ দিতে যাচ্ছে।

এমনিতেই কেন্দ্রীয় সরকার শুভেন্দু অধিকারীকে জেড নিরাপত্তার স্বীকৃতি দিয়েছে। ফলে তার সঙ্গে সব সময় ২৪ জন নিরাপত্তারক্ষী থাকেন। সামনে এবং পিছনে থাকে পাইলট এবং টেল এন্ডার কার। এবার কেন্দ্রীয় মন্ত্রী পদমর্যাদার পদ পেয়ে যাওয়ায় তার এবার নতুন ক্ষমতা ভোগ শুরু হচ্ছে।