কলকাতা ব্যুরো: রামপুরহাটের ঘটনায় শেষ হবে তৃণমূল, শনিবার এভাবেই রাজ্যের শাসক দলকে তুলোধনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন রামপুরহাটের এসডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি। এই বিক্ষোভ মঞ্চ থেকেই রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসকে তোপ দাগেন শুভেন্দু। এদিন আগাগোড়াই তাঁর বক্তব্যের অন্যতম নিশানা ছিল অনুব্রত মণ্ডল। নাম করে বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।
পাশগাপাশি এদিন আনারুল প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী বলেন, আগে যারা ফাটা জামা পরত, ভাঙা সাইকেল চালাত, আজ তাদের সুবিশাল বাড়ি। এই ছবিটা শুধু আনারুলের ক্ষেত্রে নয়, গোটা বাংলাতেই দেখা যাবে। এরপরেই রাজ্যের বিরোধীদলনেতা নিশানা করেন অনুব্রত মণ্ডলকে। তিনি বলেন, বীরভূমের জেলা সভাপতি একজন গুণ্ডা। অনুব্রত মণ্ডলের কল রেকর্ড ‘চেক’ করা উচিত বলে দাবি করেন শুভেন্দু।
তিনি আরও বলেন, রাজ্যের পুলিশমন্ত্রীর সঙ্গে তিনি কতবার কথা বলেছেন, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। এরপরই রামপুরহাটের ঘটনায় তৃণমূলের শেষ ডেকে আনবে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি ১১ এপ্রিল বীরভূমের জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বিজেপি। শুভেন্দুর দাবি বগটুইয়ে সকলকে প্রথমে কুপিয়ে খুন করে পরে পেট্রোল দিয়ে পোড়ানো হয়েছে। এই ঘটনায় লজ্জা রাখার জায়গা নেই। কীভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘কেস সাজানো নিয়ে নির্দেশ’ দিতে পারে, প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, শনিবার এসডিও অফিসের সামনে একটি বিক্ষোভ মঞ্চ করা হয়েছে। যেখানে প্লাকার্ড হাতে অবস্থান বিক্ষোভে বসেছেন শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতারা। শুক্রবারই রামপুরহাট বগটুইয়ের ঘটনার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্তের কাজ।