এক নজরে

#Suvendu Adhikari : উলুবেড়িয়ার সভা বাতিল শুভেন্দুর, পাল্টা কটাক্ষ তৃণমূলের

By admin

July 21, 2022

কলকাতা ব্যুরো: কলকাতা হাইকোর্টের অনুমতির পরেও উলুবেড়িয়ার সভা বাতিল করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একুশে জুলাই উলুবেড়িয়ায় সভা হবে না বলেই জানান তিনি। পাল্টা আগামী ২৭ জুলাই প্রতিবাদ সভার ডাক দিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। এদিন উলুবেড়িয়ার সভা নিয়ে একাধিক শর্ত আরোপ করে কলকাতা হাইকোর্ট।

এক নজরে হাইকোর্টের শর্তাবলী:

বুধবার হাইকোর্টের নির্দেশের পর এদিন উলুবেড়িয়ায় সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হাইকোর্টের শর্ত নিয়ে উষ্মাপ্রকাশ করেন তিনি। রাজ্যে কার্যত বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে বলেও দাবি তাঁর। এরপরই বৃহস্পতিবারের সভা বাতিলের কথা ঘোষণা করেন শুভেন্দু (Suvendu Adhikari)। তার পরিবর্তে আগামী ২৭ জুলাই সভার ডাক দিয়েছেন বিজেপি বিধায়ক। শুভেন্দুর অভিযোগ, কুড়িটা শর্ত চাপিয়ে তারা পৃথিবীর সর্ববৃহৎ দলকে সভা করতে দেবে না, সেটা না-বলে পক্ষান্তরে যাতে বিজেপি সভা না-করতে পারে তাঁর ব্যবস্থা করেছে।
তবে সভা বাতিলের পরিকল্পনাকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, পায়ে পা দিয়ে ঝগড়া করতে গিয়েছিল বিজেপি। আদালত বিবেচনা করে বৃহস্পতিবার রাত ৮টা থেকে সভার অনুমতি দিয়েছিল। লোক হবে না বলে পালিয়ে গেল শুভেন্দু অধিকারী। মানসিক অবসাদ থেকে হাইকোর্টকে কটাক্ষ করছেন তিনি।