এক নজরে

#SuvenduAdhikari : গোপালী আশ্রম কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকার অনুদান শুভেন্দুর

By admin

July 10, 2022

কলকাতা ব্যুরো: খড়্গপুরে গোশলার উন্নয়নে আর্থিক অনুদান দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গোপালী আশ্রম কর্তৃপক্ষের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন নন্দীগ্রামের বিধায়ক। এই দিনের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক হিরন চট্টোপাধ্যায়। রবিবার প্রথমে দেখা যায় আশ্রমে আসেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং তাঁর গলায় মালা পরিয়ে দেন বিধায়ক তথা অভিনেতা হিরন চট্টোপাধ্যায়।

এরপর রাজ্যের বিরোধী দলনেতাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) দেখে এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলের মুখেই জয় শ্রীরাম ধ্বনি শুনতে পাওয়া যায়। সেই আশ্রমে একটি শিবের মন্দিরে পুজো দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও বিধায়ক হিরন চট্টোপাধ্যায়। একই সঙ্গে গো মাতার পূজো করেন শুভেন্দু (Suvendu Adhikari)।

আশ্রম প্রাঙ্গণ থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী (suvendu Adhikari) জানিয়েছেন, এই আশ্রম, এই মন্দির সনাতন ধর্ম ও হিন্দু ধর্মের ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে। অবিভক্ত মেদিনীপুরের এই আশ্রম জায়গা রয়েছে উল্লেখযোগ্য ভাবে। আজ আমাকে এই মন্দিরের দর্শন এবং সেখানকার সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য আশ্রম কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন, গর্ব করে বলো তুমি হিন্দু।