এক নজরে

#SuvenduAdhikari : উদয়পুর হত্যাকাণ্ডে বিস্ফোরক শুভেন্দু

By admin

June 30, 2022

কলকাতা ব্যুরো: উদয়পুরের নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় যারা অন্যদের বিশ্বাস করেন, তাঁদেরও চোখের ঠুলি খুলে গেছে। মঙ্গলবার কানাইয়ালালের নৃশংস খুনের ঘটনার তীব্র নিন্দা করে এমনই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, উদয়পুরে নিহত ব্যক্তি কানাইয়ালালকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। তাঁর বিদেহি আত্মা যাতে চিরশান্তি পায়, তার জন্য প্রার্থনা করছি। তাঁর এই আত্মবলিদান ব্যর্থ যাবে না। তাঁর হত্যা সেই সমস্ত মানুষ যাঁরা সম্প্রীতি, অন্যদের বিশ্বাস করেন, তাঁদের চোখ খুলে দিয়েছে।

জানা যাচ্ছে, উদয়পুরের হিংসাত্মক ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এনআইএ কে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশে খুশি শুভেন্দু অধিকারী। মঙ্গলবার রাতে উদয়পুরের দরজি কানাইয়ালালের দোকানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা কেটে নেয় দুই দুষ্কৃতি। নৃশংসতার এখনি অনেক বাকি। ভিডিও পোস্ট করে দুই দুষ্কৃতি জানায় তারা ইসলামের এবং পয়গম্বরের অপমানের প্রতিশোধ নিয়েছে। নিহত কানহাইয়াল বিজেপির নির্বাসিত মুখপাত্র নূপুর শর্মাকে সমর্থন করে পোস্ট করার ‘অপরাধেই’ খুন বলে জানাচ্ছে পুলিশ।

মহারাষ্ট্র, ঝাড়খণ্ড হয়ে বাংলায় ঢুকবে সরকার ভাঙনের হাওয়া। বুধবার এমনও দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও শুভেন্দুর ওই দাবিকে কোনও রকম ভাবে গুরুত্ব দিতে নারাজ শাসকদল তৃণমূল। দলের মুখপাত্র তাপস রায় জানিয়েছেন, বিরোধী দলনেতার ওই দাবির কোনও মূল্য নেই তাঁদের কাছে।

বুধবার সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল বিজেপির একটি প্রতিনিধি দল। ওই দলে ছিলেন শুভেন্দু, অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ, রবীন্দ্রনাথ মাইতি-সহ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়। রাজভবন থেকে বেরিয়ে কার্যত বক্তৃতাই করেন শুভেন্দু। সেখানে তিনি মন্তব্য করেন, ২০২৪ সালে লোকসভার সঙ্গে রাজ্যে বিধানসভা নির্বাচন হবে।

তারপরই তাঁর সংযোজন, ১৫ দিন আগেও কেউ কি ভেবেছিলেন যে, মহারাষ্ট্রে সরকারের এমন অবস্থা হবে। তখন মহাবিকাশ আঘাডী জোটের সরকার চলছিল। কিন্তু ১৫ দিনেই পালাবদল হয়ে গেল। যে কোনও সময় দেবেন্দ্র ফডনবীশের নেতৃত্বে সরকার গঠন হবে। একনাথজিও সেই সরকারে থাকবেন।

এখানেই থামেননি বিরোধী দলনেতা। তিনি বলেন, কে বলতে পারে আগামী দিনে সরকার ভাঙনের হাওয়া অন্য রাজ্যে প্রবেশ করবে না! সেই হাওয়া মহারাষ্ট্র থেকে ঝাড়খণ্ড হয়ে বাংলায় প্রবেশ করতেই পারে। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষিতে বাংলায় ৩৫৬ ধারা জারির পক্ষেও সওয়াল করেন।

তৃণমূল যদিও শুভেন্দুর এই মন্তব্যকে গুরুত্ব দিতে চাইছে না। তাপসের কথায়, বিরোধী দলনেতার কথার কোনও মূল্য আছে! ওঁর মন্তব্যকে কোনও গুরুত্ব দেওয়ার প্রয়োজন দেখছি না।