এক নজরে

#SuvenduAdhikary: মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে ছুঁয়ে দেখান!

By admin

March 16, 2022

কলকাতা ব্যুরো: মুখ্যমন্ত্রীর উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভা থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু। তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখান!

বুধবার বিজেপি বিধায়করা অধিবেশন থেকে ওয়াকআউট করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ সহায়তায় বিধানসভার অধিবেশন ভণ্ডুল করার পরিকল্পনা নিয়েছে তৃণমূল।

বুধবার বিধানসভায় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য পেশ করার সময় ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বাইরে বেরিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি। আপনি আমার বিরুদ্ধে বহু মামলা করেছেন। আমি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ নিয়েছি। আমি চ্যালেঞ্জ করে বলছি, ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখান।

দুই বিধায়ককে সাসপেনশনের প্রতিবাদে এদিনও বিধানসভায় বাইরে ধর্নায় বসেন বিরোধী দলনেতা-সহ অন্য বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারী বলেন, এই প্রথম ২০১১ সালের পরে পুলিশ বাজেট হচ্ছে। এই প্রথম স্বরাষ্ট্র দফতরের প্রশ্ন উত্তর হবে। তিনি আরও বলেন, তৃণমূল সরকার মূল আলোচনায় যায় না, ব্যক্তিগত আক্রমণ করে। এরপরই তিনি হুঁশিয়ারি গিয়ে বলেন যদি ব্যক্তিগত আক্রমণ হয় তবে তীব্র প্রতিবাদ হবে। শুভেন্দু অধিকারী জানান, যে উদ্দেশে রাজ্যে মানুষ একমাত্র বিজেপিকেই ডিপেন্ডেবেল অপোজিশন হিসেবে ভোট দিয়েছে, সেইভাবেই তারা কাজ করবেন। সক্রিয়ভাবে এবং গুরুত্বের সঙ্গেই সেই কাজ তারা করবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা।
তবে এখানেই শেষ নয় এদিন শুধু মমতাই নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও একযোগে আক্রমণ করেন বিরোধী দলনেতা। এদিন বিধানসভার বাইরে সাংবাদিকরা শুভেন্দুকে প্রশ্ন করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শুভেন্দু বলেন, ও অনেক মানহানির মামলা করেছে। সবগুলিতেই হাইকোর্ট তালা লাগায়। এদিন সেরকম তালা লাগিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।

বুধবার পুলিশ বাজেট পেশ করেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। রাজ্যের পুলিশকে “দলদাস” হিসেবে কটাক্ষ করে শুভেন্দু বলেন, বাংলায় শাসকের আইন চলছে। শুভেন্দুর অভিযোগ, দলবিরোধী তিন-চার জনকে শিখিয়ে নিয়ে এসে বিজেপি বেঞ্চ থেকে পরিকল্পিত ভাবে গোলমাল করানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী।