এক নজরে

রামগড়ে আজ শুভেন্দুর সভা জার্সি কি বদল করবেন শুভেন্দু

By admin

November 19, 2020

কলকাতা ব্যুরো : আজ রামগড়ে শুভেন্দু র সভা নিয়ে জল্পনা তুঙ্গে। শুভেন্দু দল ছাড়বেন কিনা এই নিয়ে চলছে রাজনৈতিক জল্পনা। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য তাকে ধরে রাখার মরিয়া চেষ্টা চলছে। লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল খারাপ হলেও যে সমস্ত জায়গায় শুভেন্দু দায়িত্বে ছিলেন সেখানে দল যথেষ্টই ভালো ফল করেছে। পাশাপাশি করিমপুরের মত এলাকায় উপনির্বাচনেও ভালো ফল এসেছে শুভেন্দুর মাধ্যমে।

শুভেন্দু অনুগামীদের বক্তব্য যে সমস্ত জেলাগুলিতে তিনি দায়িত্বে ছিলেন সেগুলি তাকে পুনরায় দায়িত্বে আনা হোক। এছাড়াও শোনা যাচ্ছে শুভেন্দু নাকি বলেছেন দলের সাংগঠনিক রূপরেখা নিয়ে তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। যে ফাটল দলের সঙ্গে তৈরি হয়েছে তা মেটানোর জন্য তিনি কোনো তৃতীয় ব্যক্তি কে চান না। দলনেত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করে তিনি সিদ্ধান্তে আসতে চান।

এরইমধ্যে হতে চলেছে আজ শুভেন্দুর রামগড়ের সভা। দলে তিনি থাকবেন নাকি আজকেই দল ছেড়ে জার্সি বদল করবেন সে নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সোমবার নিউটাউনে নন্দীগ্রামের বিধায়কের সঙ্গে দেখা করেন দলের ১৩ সংসদ। শোনা যায় সেখানে একাধিক শর্ত রেখেছেন শুভেন্দু। এই সব শর্ত মেনে নেওয়া তৃণমূল নেতৃত্বের পক্ষে সম্ভব হবে কিনা তাই নিয়ে জল্পনা চলছে। তবে আশার কথা একটাই শুভেন্দু তৃণমূলের সুপ্রিমর বিরুদ্ধে একটাও কথা এখনো পর্যন্ত তিনি বলেন নি। তৃণমূলের আশার সম্ভাবনা রয়েছে তবে শুভেন্দুর সভাকে ঘিরে আজকে সাসপেন্স ও বজায় থাকছে।