এক নজরে

ভুটানে পালানোর আগে জয়গা থেকে ধৃত সন্দেহভাজন চিনা

By admin

June 26, 2021

কলকাতা ব্যুরো: মালদার কালিয়াচক সীমান্তের পর দু সপ্তাহের মধ্যেই ভুটানের সীমান্ত থেকে গ্রেফতার করা হলো এক চিনা নাগরিককে শাস্ত্র সীমা বল বা এসএসবি জওয়ানরা। নি ওয়াই লিন নামে ৫২ বছরের ওই মহিলাকে জয়গাও থেকে গ্রেপ্তার করেছে সন্দেহভাজন মহিলাকে। আলিপুরদুয়ার থেকে ভুটানের ফুন্টসিলিং পালিয়ে যাওয়ার আগেই তাকে গ্রেফতার করে পুলিশ। তার কাছে বৈধ পাসপোর্ট থাকলেও, ভারতের ভ্রমণের তার পর্যটক ভিসার মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছিল।

ভারতীয় গোয়েন্দা দপ্তর তাকে নজরদারি চালাচ্ছিল। এর আগে মালদা সীমান্ত থেকে গ্রেপ্তার হওয়া হাই জুন এদেশ থেকে প্রায় তেরোশো মোবাইল সিমকার্ড চিনে পাচার করেছে বলে খবর রয়েছে। তার সূত্র ধরেই লখনৌ থেকে গ্রেপ্তার করা হয়েছে এক চিনা নাগরিককে। আবার সম্প্রতি বিহার-নেপাল সীমান্ত থেকে এক চিনা নাগরিককে গ্রেফতার করা হয়। আর গত সপ্তাহে কালিম্পং এর লাভা থেকে এক চিনা সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে রাজে লা পাস এলাকার ছবি উদ্ধার করা হয়েছে। সিকিম-ভুটান সীমান্ত এলাকার স্পর্শকাতর অংশের ছবি পাওয়া যায়। বিষয়টি নিয়ে গোয়েন্দারা অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে চাইছেন।

২০১৭ সালে এই এলাকাতেই চাইনিজ মিলিটারিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সংঘাত বাঁধে। শিলিগুড়িতে আসার জন্য এটা একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ জায়গা। যার উপর বহুদিন থেকেই নজর রয়েছে চিনা সেনাবাহিনীর। ফলে ধৃত চিনা নাগরিকদের দফায় দফায় জেরা করছেন গোয়েন্দারা। দীর্ঘদিন উত্তর-পূর্বের সীমান্ত এলাকায় গোয়েন্দা অফিসার হিসেবে কর্মরতরা বলছেন, ২০১৭ সালে ডুকলামে যে সংঘাত হয়েছিল চীনের সঙ্গে সেখানে শিলিগুড়িকে যে কব্জা করতে চাইছে চীনা সেনাবাহিনী, তা স্পষ্ট হয়। এরপরে ২০২০ তে লাদাখে একই রকম সংঘাত তৈরি হয়। কিন্তু অরুণাচলকে রেখে ভারতের এই অংশে চিনের দখলদারির চেষ্টা বহুদিনের রয়েছে। তাই মূলত নেপাল, ভুটান এবং বাংলাদেশকে ছুঁয়ে চিনের সীমান্ত পাল্টা নজর রাখাই এখন বড় চ্যালেঞ্জ ভারতীয় বাহিনীর।