কলকাতা ব্যুরো : শুধুই সুন্দরী নন তিনি। শুধুই অভিনেত্রী নন। আছে আত্মবিশ্বাস এবং ঝকঝকে ব্যক্তিত্ব। নিজের মতো করে বরাবরই জীবন-যাপন করে এসেছেন বিশ্বসুন্দরী সুস্মিতা। কিছুদিন আগে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে প্রাক্তন বিশ্বসুন্দরী জানিয়েছেন তার থেকে ১৫ বছরের ছোট প্রেমিকের সঙ্গে তার আলাপ ও অভিজ্ঞতার কথা।
আলাপ ইন্সটাগ্রাম এর মাধ্যমে। ১৫ বছরের ছোট রহমান শল মেসেজ করতেন সুস্মিতাকে। প্রথমে পাত্তা দেননি সুস্মিতা। কিন্তু পরে তিনি বুঝতে পারেন এই যুবক তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। সুস্মিতার বয়স তখন ৪৫। বয়সে এত ছোট একজনের সঙ্গে সম্পর্ক কেন করলেন ? জবাবে সুস্মিতা জানিয়েছেন,”১৫ বছরের ছোট হওয়া সত্ত্বেও ও যে এত পরিণত এবং বিবর্তিত তা ওকে না দেখলে বিশ্বাস করতাম না। গভীরতা আমার ভালো লাগে। ওর সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। ও আমি এবং আমার দুই সন্তান একটা টিমের মত।”
সুস্মিতা আরও জানিয়েছেন, আমি সেই রোমান্টিক মানুষদের মধ্যে পড়িনা যারা মনে করেন আমার জীবন পরিপূর্ণ করতে একজন পুরুষের দরকার। আমি এভাবে কোনোদিন ভাবি নি। সুস্মিতার দুই সন্তানের নাম রেনি ও আলিশা। খুব তাড়াতাড়ি অভিনয় জগতে পা রাখবেন। সুস্মিতা প্রায়ই তাদের পরিবারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে দেখা যায় সুস্মিতা রহমান রিনি ও আলিফা একসঙ্গে সময় কাটাচ্ছেন। তবে এখনই বিয়ের কথা ভাবছেন না সুস্মিতা। উল্লেখ্য সুস্মিতা সিঙ্গেল মাদার।