কলকাতা ব্যুরো: বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের ভিসেরা পরীক্ষার রিপোর্ট আজই সিবিআই-র হাতে তুলে দেবে এইমস। ওই পরীক্ষার জন্য এইমসের ছয় জন বিশেষজ্ঞ চিকিৎসক কে নিয়ে গড়া হয়েছিলো একটি টিম। পরীক্ষার জন্য জার্মানি থেকে একটি অত্যাধুনিক বিশেষ যন্ত্রও আনিয়েছিলো এইমস।
এই রিপোর্ট থেকেই স্পষ্ট হয়ে যাবে মৃত্যুর সময় সুশান্তের দেহে কোনো মাদক বা বিষ ছিলো কিনা। তা পরিষ্কার হলেই সিবিআই-র পক্ষে পরবর্তী পর্যায়ের তদন্তের কাজে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
সুশান্তের ভিসেরা পরীক্ষার রিপোর্ট আজই সিবিআই কে দেবে এইমস
Previous Articleতৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত বাসন্তী
Next Article ৩০ টাকার জন্য বন্ধুকে পিটিয়ে খুন