কলকাতা ব্যুরো: সুশান্ত সিং এর খুনের অভিযোগে জল ঢেলে দিল এইমস। যে রিপোর্ট এইমসের তরফে সিবিআই এর কাছে জমা পড়েছে, তাতে খুনের অভিযোগ এবং বিষক্রিয়ায় মৃত্যুর অভিযোগ নাকচ করে দেওয়া হয়েছে। ফলে এবার সিবিআই আত্মহত্যায় প্ররোচনার অভিযোগের তদন্ত চালাতে পারে। সাতাশে জুলাই সুশান্ত সিং রাজপুত এর বাবা পাটনা সদর থানায় অভিযোগ দায়ের করেন। বিহার পুলিশ তখন আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে প্রাথমিক তদন্ত শুরু করেছিল। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই তদন্তভার হাতে নেই সিবিআই।

মুম্বাইয়ের কুপর্স হাসপাতালে সুশান্ত সিং রাজপুতের দেহের ময়নাতদন্ত হয়। সেখানে ফরেনসিক এবং ময়নাতদন্তের রিপোর্টে ত্রুটি আছে ধরে নিয়ে সিবিআই এইমস এর শরণাপন্ন হয়। তাদের একটি চিকিৎসকদের দল গঠন করে ময়নাতদন্ত এবং ফরেনসিকের যাবতীয় নথি খুঁটিয়ে দেখার পর শুক্রবার চূড়ান্ত রিপোর্ট দেই এইমস। সূত্রের খবর, সেই রিপোর্টে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, খুনের অভিযোগ অনুযায়ী কোন তথ্য পাওয়া যাচ্ছে না। এমনকি বিষ দিয়ে মৃত্যুর অভিযোগ আপাতত নেই।

এই রিপোর্ট হাতিয়ার করেই সিবিআই পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে। এনডিটিভির রিপোর্ট অনুযায়ী দাবি করা হয়েছে, খুনের অভিযোগ সম্পর্কে তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই এবার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সহ অন্যান্য অভিযোগগুলি খতিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই কে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, তদন্ত চলাকালীন যদি কোনভাবে তথ্য-প্রমাণ পাওয়া যায়, যাতে খুনের মোটিভ উঠে আসে, সে ক্ষেত্রে খুনের অভিযোগে তদন্ত শুরু হবে তবে।

একদিকে সুশান্তের পরিবার ও অন্যদিকে সর্বভারতীয় সংবাদমাধ্যমের একটা বড় অংশ যেভাবে সুশান্তের খুনের সুবিচার চাই বলে সোচ্চার হয়েছিল, আপাতত এই রিপোর্টের পর তা চাপা পড়ে যাবে বলেই মনে করছেন মুম্বাইয়ের বর্ষীয়ান পুলিশ কর্তারা।

Share.
Leave A Reply

Exit mobile version