এক নজরে

মাদক মামলায় সুশান্তের দুই ম্যানেজারকে জেরা করছে এনসিবি

By admin

September 21, 2020

কলকাতা ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য তদন্তে অভিনেত্রী রেহা চক্রবর্তীকে মাদক চক্র গ্রেপ্তারের পর ওই ঘটনায় এখন নারকটিক কন্ট্রোল ব্যুরো জেরা করছে জয়া সাহা ও শ্রুতি মোদিকে। জয়া ছিলেন সুশান্তের ট্যালেন্ট ম্যানেজার এবংশ্রুতি ছিলেন ম্যানেজার। রেহা চক্রবর্তীর মোবাইলের সূত্র ধরে জয়া র নাম উঠে আসে মাদক চক্রে। যেখানে কোনো একটি নিষিদ্ধ মাদক কতবার খাওয়াতে হবে, কিভাবে খাওয়াতে হবে সে ব্যাপারে হোয়াটসঅ্যাপে জয়া জানাচ্ছেন রেহাকে।

সেই সূত্রে এর আগেই এই দু’জনকে তলব করেছিল এন সি বি। কিন্তু তদন্তকারী অফিসার এর করোনা ধরা পড়ায় তা কয়েক দিনের জন্য স্থগিত করা হয়। ফের তদন্তকারীদের ডাকে আজ মুম্বাইয়ে এনসিবি অফিসে গিয়েছেন এই দুই মহিলা।

এদিকে মাদক চক্রে জড়িত অভিযোগে জেল হেফাজতে থাকা রেহা চক্রবর্তীকে মঙ্গলবার ফের আদালতে তুলতে হবে। তার আগে এদিন যদি এই দুজনের থেকে এমন কোন তথ্য এনসিবি পায় যাতে রেহা চক্রবর্তীর বিরুদ্ধে আরও কিছু নতুন তথ্য উঠে আসে, সে ক্ষেত্রে আদালতের কাছে তাকে ফের জেল হাজতে পাঠানোর জন্য আবেদন করতে পারে তদন্তকারী সংস্থা।