এক নজরে

সুশান্ত এর ব্যবসায়িক বন্ধুকে তলব

By admin

September 02, 2020

কলকাতা ব্যুরো: সুশান্ত সিং রাজপুত মৃত্যুতে বরুণ মাথুর নামে তার এক বন্ধুকে তলব করল এনফোর্সমেন্ট ডাইরেকটোরেট। এই বরুণ মাথুর, সুশান্ত সিংহের বিজনেস পার্টনার বলেও জানা গিয়েছে। অন্যদিকে বুধবারই সিবিআই তলব করেছে রেহা চক্রবর্তীর বাবা ও মাকে। তাদের জেরা শুরু হচ্ছে।

আবার মোবাইলের সূত্র ধরে পাওয়া মাদক তথ্য থেকে বুধবার বড় কোন আপডেট হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে মুম্বাইয়ে মাদক পাচার চক্রের একজনকে আটক করেছে এনসিবি। তার থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যেই উঠে এসেছে। সূত্রের খবর অনুযায়ী, নারকটিক কন্ট্রোল ব্যুরোর যে দল দিল্লি থেকে মুম্বাইয়ে এই মাদক সূত্র নিয়ে তদন্ত করতে এসেছিল, তাদের সঙ্গে যোগ দিয়েছেন সংস্থার অধিকর্তা রাকেশ আস্তানা।

তিনি গত কয়েকদিন ধরে মুম্বাইয়ের রয়েছেন। এই মাদক সূত্রেই এন সি বি ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে বলে খবর। যদিও ধৃত ওই লিংক ম্যান দের মাধ্যমে বেশ কিছু বড় রাঘব বোয়ালের নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে এনসিবি সূত্র সূত্রে।