এক নজরে

এবার পুজোয় সুশান্ত রাজপুতের পটচিত্র

By admin

September 12, 2020

কলকাতা ব্যুরো : পুজোয় প্রত্যেকবার হরেকরকম থিমের আয়োজন হয়। অনেক ব্যাক্তিত্বও উঠে আসেন যাদের নিয়ে আবেগপ্রবণ বাঙালি মাতামাতি করেন।

এবার এক কমিউনিটি দুর্গাপূজা প্যান্ডেলে চিত্রকর মানস রায় পটচিত্রের মাধ্যমে শ্রদ্ধা জানাবেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে। তারই প্রস্তুতির ছবি ধরা পরলো ক্যামেরায়।