কলকাতা ব্যুরো: রেহা চক্রবর্তী রবিবার নারকটিকস কন্ট্রোল ব্যুরো র তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন। এরইমধ্যে তার আইনজীবী সতীশ মানেসিন্দে এবং রেহার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর বক্তব্যে জল্পনা তৈরি হয়েছে।

ইতিমধ্যেই শৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করেছে এনসিবি। সেই প্রসঙ্গ টেনেই তার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী কটাক্ষ করে বলেছেন, অভিনন্দন ভারত বর্ষ আমার ছেলেকে গ্রেপ্তার করার জন্য। আমি নিশ্চিত এবার সেই পথে রয়েছে আমার মেয়ে। এবং আমি জানিনা যে তারপরে আরো কারা রয়েছে। এর পরেই তার বাবার সংযোজন, একটা মধ্যবিত্ত পরিবারকে দুমড়ে-মুচড়ে দেওয়ার জন্য যা করার তা করেছ। কিন্তু আমি নিশ্চিত যা করা হয়েছে তা সুবিচারের জন্য। ফলে সুবিচারের জন্য সবকিছুই যুক্তিযুক্ত।

আবার অন্যদিকে রেহা চক্রবর্তীর আইনজীবী সতীশ মানেশিন্দে বলেছেন, রেহা চক্রবর্তী গ্রেপ্তারের জন্য তৈরি রয়েছেন। ভালবাসার দাম যদি গ্রেপ্তারি তে দিতে হয় তা তার মক্কেল দেবেন বলে বক্তব্য আইনজীবীর। তিনি আরও বলেন, তার মক্কেল কোন আদালতেই আগাম জামিনের জন্য আবেদন করবেন না। সিবিআই, ইডি এবং এনসিবি তদন্তে তিনি সহযোগিতা করবেন। এদিকে তাকে সমন দিতে এদিন সকালেই নারকটিকস কন্ট্রোল ব্যুরোর অফিসাররা রেহা চক্রবর্তীর বাড়িতে যান। বেলা সাড়ে ১১ টা নাগাদ রেহা পৌঁছন এনসিবির অফিসে।

Share.
Leave A Reply

Exit mobile version