এক নজরে

দশ ঘণ্টা জেরা রিহার বাবাকে

By admin

September 02, 2020

কলকাতা ব্যুরো: প্রায় ১০ ঘন্টা ধরে জেরার মুখোমুখি হওয়ার পর সিবিআই অফিস থেকে বেরোলেন রেহা চক্রবর্তীর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী। বুধবার সাতসকালেই তাকে সমন পাঠিয়ে তলব করেছিলেন সিবিআইয়ের তদন্তকারীরা। এদিন রাতে প্রায় একই সময়ে সান্তাক্রুজ সিবিআই এর গেস্ট হাউজ থেকে বেরিয়ে আসেন সুশান্তের পাচক নীরজ সিং, কেশব ও ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এদিন রাত পর্যন্ত ছিলেন ডিআরডিও অফিসে।

এদিকে সুশান্ত সিং রহস্যমৃত্যুতে তার বান্ধবি রেহার মোবাইলের সূত্র ধরে যে মাদক তথ্য পাওয়া গেছে, সেখানে এক মাদকচক্রের দালালকে গ্রেপ্তার করেছে নারকটিকস কন্ট্রোল ব্যুরো। জইড নামে সেই অভিযুক্তকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। একটি সর্বভারতীয় টিভি চ্যানেলের দাবি, নারকটিকস কন্ট্রোল মাদকচক্রের এজেন্টদের সঙ্গে রেহা চক্রবর্তীর ভাই সৌভিকের বেশ কিছু কথোপকথন এবং হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার করেছে। যা এই তদন্তের গতি প্রকৃতি ঘুরিয়ে দিতে পারে বলেও মনে করছেন তদন্তকারীরা।অধিকাংশ সংবাদমাধ্যমে সুশান্ত সিং এর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের সুবিচার পাওয়ার দাবিতে খবর করছে। কিন্তু তারই মধ্যে কোন কোন সংবাদ মাধ্যম তাদের বিপক্ষে খবর করছে বলে অভিযোগ তুলে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে এইসব মিডিয়াকে ধমক দিলেন সুশান্তের পরিবারের আইনজীবী। তাদের পরিবার ছেলের মৃত্যুর শোকে এই অবস্থায় তাদের বিরুদ্ধে খবর হলে তা নিয়ে যে আদালতে যেতে পারে সুশান্তর পরিবার বুঝিয়ে দিয়েছেন তাদের আইনজীবী।এদিকে মাদকচক্রের সঙ্গে যুক্ত আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর। কিন্তু এখনই তার নাম প্রকাশ্যে আনতে চাইছে না এনসিবি। সুশান্ত সিং এর মৃত্যুর পরে একদিকে তার প্রতি বলিউডের একাংশের লাঞ্ছনা এবং বঞ্চনা যেমন খবরের শিরোনামে উঠে এসেছিল, পরবর্তীতে তার বান্ধবীর এবং সেই পরিবারের টাকা লোপাটের অভিযোগ ও শেষে মাদক যোগ উঠে আসায় এই মামলার আদতে কোনদিকে গড়াবে তা নিয়ে জল্পনা রয়েছে।