শেয়ার বাজার

#ShareMarket : সেটেলমেন্ট হলিডেতে পার্শ্ববতী বাজার সূচক

By admin

May 16, 2022

Mainak Sharma (portfolio manager and analysts , Anand Rathi Share and Stock Broker limited)call & whatsapp 8759689108

টানা ষষ্ঠ দিনেও নীচের দিকেই বন্ধ হয় মার্কেট। কেবল ৬০ পয়েন্ট উপরে যায় নিফটি। আজ সেটেলমেন্ট হলিডের দিনে Nifty তার ১৫৭০০ র সাপোর্ট জোন কে ভেঙ্গে যায়নি। অন্যদিকে ১৮০.২২ পয়েন্ট বেড়ে sensex দাড়ায় ৫২৯৭৩.৮৪ র ঘরে।

দিনের সর্বোচ্চ ১৫,৯৭৭.৯৫ পয়েন্ট এ বেড়ে গেলেও পেরোতে পারেনি ১৬১০০ র প্রতিরোধ জোন কে, পরে শেষের দিকে পার্শ্ববতী হয়ে ১৫,৮৪২.৩০ র ঘরে ব্যবসা বন্ধ করে নিকটি। বাড়তে থাকা মুদ্রাস্ফীতি এবং বিবেচনামূলক ব্যয়ের এর প্রভাব বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করার কারণে অটো এবং ব্যাঙ্কগুলি বেঞ্চমার্ক সূচক গুলিকে ইতিবাচক থাকতে সাহায্য করেছে।

ইচার মোটরস, অ্যাপোলো হসপিটালস, এনটিপিসি, আমাদের ওয়াচ লিস্টে থাকা ইউপিএল এবং বাজাজ ফাইন্যান্স শীর্ষ নিফটি লাভকারীদের মধ্যে ছিল। ক্ষতিগ্রস্থদের মধ্যে রয়েছে আল্ট্রাটেক সিমেন্ট, শ্রী সিমেন্টস, এশিয়ান পেইন্টস, গ্রাসিম ইন্ডাস্ট্রি এবং আইটিসি।

ভোল্টাস, এইচডিএফসি ব্যাঙ্ক, আরইসি, লুপিন, ডিক্সন টেকনোলজিস এবং ইন্ডাস টাওয়ারস বিএসইতে 52-সপ্তাহের সব থেকে নীচের দামের স্টকগুলির মধ্যে ছিল।

আজ বাজার খোলা থাকলেও বুদ্ধপূর্ণিমা কারণে ছিলো নো ট্রেড সেটেলমেন্ট হলিডে। তাই বেশি নড়চড় হইনি দুই সূচকের। আগামীতে বুল রানের ক্ষেত্রে ১৫৯৫০র ঘরে সামান্য ঘোরা ফেরা করে যেতে পারে ১৬০০০ থেকে ১৬১০০ পরবর্তী প্রতিরোধের দিকে। অন্যদিকে নিচের নামলে ১৫৭০০ ও ১৫৬০০ র জোন হবে সাপোর্ট । আগে থেকেই ওভার সোল্ড এ থাকার কারণে আগের চেয়ে নিচের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে কম।

এই অবস্থায় কিনে রাখতে হবে Havells বাজার মূল্য ১২৩০.২০ হোলেও কোয়েক মাসেই যেতে পারে ১৩৬০ এ। এর পর নজরে থাকবে ইউনাইটেড স্পিরিট, বিশ্বের অন্যতম বড়ো স্পিরিট তৈরির কোম্পানী বাজার মূল্য ৪১২ যেতে পারে ৯৬৩ র ঘরে।