কলকাতা ব্যুরো: নাবালিকার শ্লীলতাহানিতে মূল অভিযুক্ত কে গ্রেপ্তারের দাবিতে বুধবার পাণ্ডবেশ্বর থানা ঘেরাও করল বিজেপি মহিলা মোর্চা। আর এই থানা ঘেরাওয়ের নেতৃত্ব দিলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। থানার সামনে দীর্ঘক্ষন বিক্ষোভের পর বিজেপির হুঁশিয়ারি, আগামী ২৪ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলন হবে।
১৮ জানুয়ারী বিকেলে পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত নিমসা এলাকায় এক নাবালিকাকে টিউশন পড়তে যাওয়ার সময় রাস্তা আটকায় বেশ কয়েকজন যুবক। অভিযোগ, ঐ নাবালিকাকে জোর করে আটকে রাখা হয়। আর এই ঘটনায় অভিযোগ জানানোর পরও সেই অর্থে কাজের কাজ বলতে কিছু হয়নি। গত ২৫ তারিখ দুই মূল অভিযুক্ত সহ বেশ কয়েকজন অভিযোগকারী ওই নাবালিকার বাড়ী ভাঙচুর করে বলে অভিযোগ।


এবার পাণ্ডবেশ্বর থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করে। সাথে গ্রেপ্তার করা হয় ঐ নাবালিকার পরিবারের এক সদস্যকে। এই ঘটনার পরই মাঠে নামে স্থানীয় বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। খবর পেয়ে আসানসোল থেকে আসেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পল, শুরু হয় পাণ্ডবেশ্বর থানার সামনে বিক্ষোভ। ঐ নাবালিকাকে অত্যাচার করার দায়ে মূল দুই অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবীতে পাণ্ডবেশ্বর থানার সামনে প্রবল বিক্ষোভ শুরু হয়। ২৪ঘন্টার মধ্যে এই দুই অভিযুক্ত গ্রেপ্তার না হলে থানার গেটের সামনে বসে পড়ার হুমকি দিয়েছেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল।
সব মিলিয়ে গোটা ঘটনায় চাপা উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। অভিযোগ, এই দুষ্কৃতীরা তৃণমূল নেতাদের আশ্রয়ে রয়েছে। পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন চক্রবর্তীর অভিযোগ এটা দুটো বাচ্ছা ছেলে মেয়ের প্রেমের বিষয়, অহেতুক রাজনীতির রং লাগিয়ে এলাকা অশান্ত করার কোনো যুক্তি নেই।

Share.
Leave A Reply

Exit mobile version