কলকাতা ব্যুরো: চেন্নাই সুপার কিংস দলে ফের বড় সমস্যা। দলের অন্যতম ক্রিকেটার সুরেশ রায়না এবারের আইপি এলে খেলবেন না। ব্যক্তিগত কারণে তিনি সংযুক্ত আরব আমিরশাহি থেকে দেশে ফিরছেন বলে চেন্নাই সুপার কিংস, এর তরফে জানানো হয়েছে।
গতকাল এই দলের ১৩ জন সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিলো। সেই তালিকায় একজন ভারতীয় ক্রিকেটার ছাড়া বাকিরা গ্রাউন্ড স্টাফ, মিডিয়া স্টাফ সহ অন্যান্য বিভাগের কর্মী বলে জানা গিয়েছে।