কলকাতা ব্যুরো: গুজরাটের সুরাটে ওএনজিসির প্লান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। আজ ভোর থেকেই শুরু হয় সেই ঘটনা। প্লান্টে প্রচুর পরিমানে দাহ্য সামগ্রী মজুত থাকায় দ্রুত ছড়াতে শুরু করে আগুন। বেশ কয়েকটি বিস্ফোরণের আওয়াজ ও শোনা যায়। আগুনের তীব্রতা ও বিস্ফোরণের আওয়াজ এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও তা দেখা যায় ও শোনা যায়।
আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। একইসঙ্গে খুঁজে দেখা হচ্ছে আগুন লাগার কারণ। এই ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়।