এক নজরে

Lakhimpur Kheri Case: মন্ত্রীর ছেলেকে গ্রেফতার নয় কেন?

By admin

October 08, 2021

কলকাতা ব্যুরো: লখিমপুর খেরিতে চার কৃষক মৃত্যুর ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের পদক্ষেপে একেবারেই সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট। শুক্রবার মামলার শুনানি চলাকালীন একথা জানানো হল শীর্ষ আদালতের তরফে। ঘটনায় অভিযুক্ত আশিস মিশ্রকে নোটিশ পাঠালেও তিনি হাজিরা দেননি। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রশ্ন, ‘কেন অভিযুক্তকে এই ক্ষেত্রে গ্রেফতার করা হয়নি?’

সুপ্রিম কোর্ট এদিন প্রশ্ন করে, ‘৩০২ নম্বর ধারায় (খুন) কোনও মামলা দায়ের হলে অন্য অভিযুক্তর ক্ষেত্রে কীভাবে পদক্ষেপ নেয় পুলিশ। কেন অভিযুক্তকে এই ক্ষেত্রে গ্রেফতার করা হল না?’ পাশাপাশি শীর্ষ আদালতের তরফে জানিয়ে দেওয়া হয় মামলায় পুলিশের তদন্তে তারা অসন্তুষ্ট। আদালতের তরফে বলা হয়, ‘নিশ্চিত করতে হবে যাতে পুলিশ আধিকারিকরা তদন্তের তথ্য প্রমাণ নষ্ট না করে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা-এর নেতৃত্বে গঠিত ৩ সদস্যের বেঞ্চ নির্দেশ দেয় যাতে শুক্রবার লখিমপুর মামলার বিস্তারিত রিপোর্ট জমা দেয় যোগী সরকার। তারপর উত্তরপ্রদেশ পুলিশ অন্যতম অভিযুক্ত আশিস মিশ্রকে সমনের নোটিস পাঠায়। তবে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস সেই হাজিরা এড়িয়ে যান। এতে সন্তুষ্ট নয় শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি ২০ অক্টোবর হবে।

উল্লেখ্য, গত রবিবার ৩ অক্টোবর বিক্ষোভরত কৃষকদের উপর দিয়ে এসইউভি চালিয়ে তাদের পিষে মারা হয়। এই মর্মান্তিক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাস্থলে উপস্থিত কৃষকদের অভিযোগ, ওই গাড়িগুলির মধ্যে একটিতে ছিলেন অজয় মিশ্র ও তাঁর ছেলে আশিস মিশ্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত পুলিশ লবকুশ রানা এবং আশিস পান্ডে নামের ২ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।