কলকাতা ব্যুরো: হাথরাসে গণধর্ষণ ও নৃশংস ভাবে খুনে তরুনীর পরিবারকে সিআরপিএফ নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী সাত দিনের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে। যদিও সিআরপিএফের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চের পর্যবেক্ষণ, এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে ওই পরিবারকে যে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে, তাতে তেমন কোন ত্রুটি পাওয়া যায়নি। কিন্তু হাথরসে এমন ঘটনা ঘটেছে, তার অভিঘাতে পরিবারের উপরে যথেষ্ট ভাবেই ভয় চেপে বসে থাকতে পারে। তাই শুধুই তাদের পুলিশি নিরাপত্তা দিবে চলবে না, পরিবারটির মনোবল বাড়ানো সবচেয়ে জরুরি। ঠিক সেই কারণেই পরিবারটিকে সিআরপিএফের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
মঙ্গলবার সকালে ওই ঘটনায় এক প্রস্থ নির্দেশ দেয় সুপ্রিমকোর্ট। সেখানে ওই ঘটনার সিবিআই তদন্তে নজরদারির জন্য যাবতীয় দায়িত্ব দেওয়া হয় এলাহাবাদ হাইকোর্টকে। সিট গঠন করে সিবিআই তদন্তে নজরদারি র দাবিতে মামলা দায়ের হয়েছিল। সে ক্ষেত্রে বর্তমান কোন বিচারপতি এবং অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে সিট গঠনের আবেদন করা হয়। একই সঙ্গে ওই মামলা উত্তর প্রদেশ থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করা হয়েছিল। ১৫ জুন ওই মামলার শুনানি শেষ হয়।
এদিন সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টকে ওই তদন্তে তদারকির জন্য সময়ে সময়ে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছে। যদিও এর জন্য প্রয়োজনীয় সিট বা কোন কমিটি গঠন করা হলে তা করবে এলাহাবাদ হাইকোর্ট।