কলকাতা ব্যুরো: যেমন খুশি ভাড়া হাঁকা, যেতে অস্বীকারের মতো বেশ কিছু অভিযোগ রয়েছে এম্বুলেন্সের বিরুদ্ধে। বিশেষত করোনা রোগীদের হাসপাতালে নিয়ে যাবার ক্ষেত্রে তা আরো কয়েকগুণ নেড়েছিলো। তা নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিলো একটি মামলা। শুক্রবার ওই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ-র নির্দেশ, এম্বুলেন্সের ভাড়া বেঁধে দিতে হবে রাজ্যগুলিকে। তার চেয়ে বেশি ভাড়া নেওয়া যাবে না। আর করোনা রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া এম্বুলেন্সগুলির কাছে বাধ্যতামূলক। এ বিষয়ে কেন্দ্রের নির্দেশ মেনেই চলতে হবে। করোনা রোগীদের জন্য আরো বেশি সংখ্যক এম্বুলেন্স-র ব্যবস্থা করতে হবে রাজ্যগুলিকে।রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অবশ্য বলেন, এম্বুলেন্স না পাওয়ার কথা তো নয়। ১০২ নম্বরে ডায়াল করা ছাড়াও স্বাস্থ্য দপ্তরের টোল ফ্রি নম্বরে ফোন করলেও তা মিলবে।