কলকাতা ব্যুরো: দেশে বিজেপির হওয়া ভালো থাকলেও, অর্ণব গোস্বামীর সময়টা খুব ভাল যাচ্ছে না। টিআরপি ইস্যুতে তাদের দায়ের করা মামলা সুপ্রিম কোর্ট শুনবে না বলে জানিয়ে দিলো রিপাবলিক টিভিকে। তবে মন্দের ভাল এই যে, ওই মামলা খারিজ করে দিয়ে মোটা টাকা জরিমানা করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিল মুম্বাই পুলিশ। সুপ্রিম কোর্ট অবশ্য সে পথে না হেঁটে অর্ণব গোস্বামীর রিপাবলিককে, বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হতে বলেছে।
মামলা নিয়ে টিআরপি কেলেঙ্কারিতে মুম্বাই পুলিশ তিনটি চ্যানেলকে সমন পাঠিয়েছিল। ইতিমধ্যেই অন্য দুটি চ্যানেলের চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু অর্ণব গোস্বামী চ্যানেলের ফিন্যান্স অফিসারকে করলে, তিনি জানিয়ে দিয়েছেন, সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। সেই মামলার পরেই তিনি হাজিরার ব্যাপারে চিন্তাভাবনা করবেন। কিন্তু সুপ্রিম কোর্ট এবার মামলা না শোনায় বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হওয়া ছাড়া আর উপায় থাকল না রিপাবলিক টিভির।
মুম্বাই পুলিশ হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানিয়েছে, তিনটি চ্যানেলের বিরুদ্ধে তারা মামলা দায়ের করলেও, দুটি চ্যানেল তাদের সঙ্গে সবরকম সহযোগিতা করছে। ব্যতিক্রম রিপাবলিক টিভি। একইসঙ্গে রিপাবলিক টিভির মামলা প্রসঙ্গে মুম্বাই পুলিশ জানিয়েছে, তদন্ত তারাই করছে, সিবিআইকে মামলা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।
শেষ নয় এখানেই, এবার অর্ণব গোস্বামীর চ্যানেলকে নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্র বিধানসভা। বিধানসভার সেক্রেটারিয়েটে একটি নথি অধ্যক্ষের অনুমতি না নিয়ে রিপাবলিক টিভি সুপ্রিম কোর্টের মামলার সঙ্গে দাখিল করেছে বলে অভিযোগ উঠেছে। যা একেবারেই বেআইনি। ফলে মহারাষ্ট্রে এখন রিপাবলিক টিভি ও তার মালিক অর্ণব গোস্বামী জোড়া ফলায় বিদ্ধ।