কলকাতা ব্যুরো: রাজ্যের সব থানায় সিসিটিভি বসানো বাধ্যতামূলক করতে গত সপ্তাহেই কলকাতা হাইকোর্ট নির্দেশ জারি করেছিল। আর সপ্তাহ ঘুরতেই এবার সুপ্রিম কোর্ট একই বিষয়ে আরো কড়া পদক্ষেপ করলো। পুলিশ থানা শুধু নয়, সিবিআই, এনআইএ, ইডি র মত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অফিসে এখন থেকে সিসিটিভি বসাতে হবে বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।মূলত সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে, এইসব তদন্তকারী সংস্থা জেরার নামে অনেক ক্ষেত্রেই ব্যক্তি স্বার্থ ক্ষুণ্ন হয়, তাই নাগরিক অধিকার রক্ষার জন্যই এখন থেকে এই সমস্ত তদন্তকারী সংস্থার অফিসে সিসিটিভি বসাতে হবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের বক্তব্য, এইসব তদন্তকারী সংস্থা ও তাদের অফিসেই অভিযুক্ত বা সাক্ষীদের ডেকে জিজ্ঞাসাবাদ করে। তাই তদন্ত কক্ষ, লক আপ, অফিসে ঢোকার জায়গা এবং বাইরেও সিসিটিভি বসাতে হবে। একইসঙ্গে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ওই সব সিসিটিভির ফুটেজ ১৮ মাস পর্যন্ত সংগ্রহ করে রাখতে হবে। আদালতে বক্তব্য, কোন ব্যক্তি যদি ওইসব সংস্থায় গিয়ে হেনস্থার মুখে পড়েন বা তার নাগরিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলে তিনি মনে করেন, সেক্ষেত্রে তাকে ওই সমস্ত ফুটেজ দিতে হবে প্রতিষ্ঠানকে।রাজ্য গুলোকে সব থানাতেও সিসিটিভি বসানো নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে কলকাতা হাইকোর্ট বীরভূমের মল্লারপুর থানার হেফাজতে এক নাবালকের মৃত্যুর অভিযোগের পর এক মামলায় একই নির্দেশ দিয়েছিল।সম্প্রতি রাজ্যের তরফে হলফনামা দিয়ে জানানো হয়েছিল কলকাতা শহরে ৭১ টির মধ্যে ১২ টি থানায় এখন সিসিটিভি পরিবর্তনের কাজ চলছে। ফলে সেই থানা গুলি তে এখন সিসিটিভি নেই। একই সঙ্গে রাজ্যের ৫৪৩ টি থানার মধ্যে বেশ কয়েকটি তে এখন সিসিটিভি নেই বলে জানিয়েছিল রাজ্য সরকার।কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছিল, কোনমতেই এই সিসিটিভি না থাকা দীর্ঘায়িত করা যাবে না। কলকাতায় দ্রুত থানাগুলোতে সিসিটিভি বসাতে হবে। একইসঙ্গে রাজ্যের কিছু থানায় কেন সিসিটিভি নেই, তা বসাতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা ফের হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে রাজ্য সরকারকে এরইমধ্যে সুপ্রিম কোর্টের সিসিটিভি নিয়ে এমন রায় যুগান্তকারী বলে মনে করছেন আইনজীবীরা।