কলকাতা ব্যুরো: উত্তরপ্রদেশের হাতরসে তরুণীকে গণধর্ষণ ও তার মৃত্যু তদন্তে নজরদারিতে সিট গঠন করা হবে কিনা সে ব্যাপারে আর কিছুক্ষণ পরেই রায় দেবে রায় দেবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কোন বর্তমান বিচারপতি এবং অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে ওই ঘটনার তদন্তে নজরদারির জন্য সিট গঠনের দাবিতে শুনানি শেষ হয় গত ১৫ অক্টোবর। আজ তার রায় ঘোষণার কথা প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চের। সরকারের তরফে এমন কোন সিট গঠন করা হলে তাতে তাদের আপত্তি নেই বলে জানিয়ে দেওয়া হয়েছিল।
ইতিমধ্যে ওই তরুণীর পরিবারকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছিল উত্তরপ্রদেশ সরকার। সরকারের তরফে সুপ্রিম কোর্টে মামলায় দাঁড়ানো সলিসিটর জেনারেল তুষার মেহতা পরিবারটিকে সবরকম সাহায্য করা হচ্ছে বলেও শুনানিতে আশ্বস্ত করেন।
যদিও ওই পরিবারের তরফে মামলায় দাঁড়ানো আইনজীবী সীমা কুশ্বাহা বলেছেন, সুপ্রিম কোর্ট তদন্তে নজরদারি করলে তাতে পরিবারের কোন আপত্তি নেই।
সুপ্রিমকোর্টে এই মামলার অন্যতম আইনজীবী ইন্দিরা জয় সিং ওই পরিবারের নিরাপত্তার জন্য সিআরপিএফ দেওয়ার দাবি জানিয়েছেন। তার বক্তব্য, রাজ্য পুলিশ নিরাপত্তা দিতে পারছে না। তাই পরিবারটি নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হোক। একইসঙ্গে আজ সুপ্রিম কোর্ট জানাবে ওই মামলা উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে সরিয়ে আনা হবে কিনা। রাজ্যে তদন্ত থাকলে তা প্রভাবিত হতে পারে বলে আগেই মামলাটি দিল্লিতে সরিয়ে দেওয়ার দাবি উঠেছিল।
রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া বা মামলা উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে সরিয়ে আনা কোন ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই।
Previous Articleঅতি সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়
Next Article রাত পোহালেই বিহার নির্বাচন
Related Posts
Add A Comment