কলকাতা ব্যুরো: নজিরবিহীনভাবে কোন এক রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রথম চিঠি লিখে সুপ্রিম কোর্টের এক বিচারপতির বিরুদ্ধে অভিযোগ জানালেন দেশের প্রধান বিচারপতির কাছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি চিঠি লিখেছেন দেশের প্রধান বিচারপতি শারদ অরবিন্দ বোবদেকে। সুপ্রিম কোর্টের সেই বিচারপতির আগামীতে দেশের প্রধান বিচারপতি পদে বসার কথা।

সুপ্রিম কোর্টের এক বর্ষিয়ান বিচারপতিসহ অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের কিছু বিচারপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে তিনি ইতিমধ্যেই দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। এরপর ৬ অক্টোবর প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী তার বেদনা এবং উদ্বেগের কথা জানিয়েছেন। তার অভিযোগ, অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর হয়ে ওই বিচারপতিরা কাজ করছেন।

একটি প্রকল্পের কেলেঙ্কারি নিয়ে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতি অন্ধ্রের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং একপেশে ভাবে বিচার করছেন বলে প্রধান বিচারপতিকে অভিযোগ জগন্মোহন। রীতিমতো প্রধান বিচারপতিকে তালিকা করে উদাহরণ হিসেবে অন্ধের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কত মামলা জরুরী হওয়া সত্ত্বেও হাইকোর্ট বাছাই করে নির্দিষ্ট বিচারপতিদের কাছেই সেই মামলার বিচারের জন্য পাঠিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version