এক নজরে

সুপ্রিম কোর্টে জামিন পেলেন অর্ণব গোস্বামী

By admin

November 11, 2020

কলকাতা ব্যুরো: অর্ণব গোস্বামীকে জামিন দিল সুপ্রিম কোর্ট। বুধবার বিচারপতি ডি ওয়াই চন্দ্র চুরের বেঞ্চ রিপিবলিক টিভির মালিক অর্ণবকে জামিন দেন। বিচারপতি চন্দ্র চুরের বক্তব্য, হাই কোর্ট তাকে জামিন না দিয়ে ভুল করছে। অর্ণব সহ মোট তিনজনকে ৫০ হাজার টাকা করে ব্যাক্তিগত বন্ড দিয়ে জামিনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। নির্দেশ যথাযথ পালন নিশ্চিত করতে মুম্বাইয়ের পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

এক ইন্টেরিয়ার ডিজাইনার ও তার মায়ের আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে মহারাষ্ট্রের রায়গর পুলিশ ৪ নভেম্বর সকালে গ্রেপ্তার করে রিপাবলিক টিভি এডিটর ও মালিক অর্ণব গোস্বামীকে। একই সঙ্গে আরও দু’জনকে গ্রেফতার করা হয়। ২০১৮ সালে রিপাবলিক টিভি স্টুডিও সাজসজ্জার কাজ করেছিলেন আনভি নায়ক। কিন্তু বিশাল অংকের টাকার চুক্তি হলেও শেষ পর্যন্ত একটা মোটা টাকায় তাকে না দেওয়ায় আর্থিকভাবে সংকটে পড়েন। শেষ পর্যন্ত আত্মহত্যা করেন ৫৩ বছর বয়সী আনবি। সেই ঘটনায় মুম্বাইয়ের ওখালা থেকে অর্ণব গোস্বামী, ফিরোজ শেখ কান্দি ভ্যালি থেকে ও নিতেশ শারজা যোগেশ্বরী এলাকা থেকে গ্রেপ্তার হন।

যদিও অর্ণব গোস্বামীর স্ত্রী দাবি করেছেন, পুলিশ বাড়িতে ঢুকে হেনস্থা করেছে। তাদের ছেলেকে মারধর করা হয়েছে বলেও অর্ণব গোস্বামী পুলিশের গাড়ি থেকেই মিডিয়ার দিকে লক্ষ্য করে অভিযোগ করেছেন। অর্ণবের স্ত্রীর দাবি, তাদের আইনজীবী আসার জন্য পুলিশের কাছে কিছুটা সময় চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ সেই সময় দেয়নি। পুলিশ জোর করে ঘাড় ধাক্কা দিয়ে তাকে তুলে নিয়ে গেছে বলে অর্ণবের স্ত্রীর অভিযোগ।

গত রবিবার রায়গড় থেকে অর্ণবকে নবি মুম্বাইয়ে জেলে বদলি করা হয়। তিনি হাইকোর্টে জামিনের আবেদন করলে আদালত তা খারিজ করে নিম্ন আদালতে আবেদন করতে নির্দেশ দেয়। তিনি সোজা সুপ্রিম কোর্টে আবেদন করেন।