এক নজরে

সরকারি চিকিৎসকদের উচ্চশিক্ষায় সিদ্ধান্ত নেবে রাজ্য

By admin

August 31, 2020

কলকাতা ব্যুরো: সরকারি চাকরিতে থাকা চিকিৎসকদের পোস্ট গ্রাজুয়েট কোর্সে ভর্তির ক্ষেত্রে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার ক্ষমতা খর্ব করল সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

আদালতের বক্তব্য, মেডিকেল কাউন্সিলের ওই ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার থাকবে না। রাজ্যগুলি ঠিক করবে তাদের চিকিৎসকদের পোস্ট গ্র্যাজুয়েটে ভর্তির ক্ষেত্রে কোন কোটা দেওয়া হবে কিনা। ইতিমধ্যে ওই চিকিৎসকদের চাকরি পাওয়ার পর পাঁচ বছর গ্রামীণ, পাহাড়ি অথবা আদিবাসী অধ্যুষিত এলাকায় কাজ করার শর্ত দেওয়া হয়েছে।

এদিন সুপ্রিম কোর্টের বক্তব্য, মেডিকেল কাউন্সিল নয়, তার চিকিৎসাদের ভর্তির ব্যাপারে কোটা দেওয়া হবে কিনা তা নির্ধারণ করবে রাজ্য সরকারগুলি।এর আগে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার আবেদন মত সুপ্রিম কোর্ট এক রায় দিয়েছিল। সেখানে পাঁচ বছর জেলায় জেলায় বা গ্রামে কাজের শর্তই আরোপিত ছিল। কিন্তু এদিন সাংবিধানিক বেঞ্চের রায়ের ফলে আগের দেওয়া রায় তার গুরুত্ব হারালো। আগামী দিনে রাজ্য সরকারগুলি পুরনো এই কোটা পদ্ধতি ফিরিয়ে আনতে পারবে বলে মনে করছে চিকিৎসক মহল।

যদিও এ বছরেও জেলায় জেলায় বা গ্রামে বছর কাজ করার ভিত্তিতেই অতিরিক্ত গ্রেস নম্বর দিয়ে চিকিৎসকদের post-graduation এ ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল।