কলকাতা ব্যুরো: ভবিষ্যতে আর নন-এসি বগি থাকবে না সুপারফাস্ট ট্রেনে। এমনই সিদ্ধান্ত নিয়েছে ভাৰতীয় রেল। ঘন্টায় ১১০ কিলোমিটার বেগে চলা ট্রেনগুলির ক্ষেত্রে তা প্রযোজ্য হবে বলে জানা গিয়েছে।
রেলের এই সিদ্ধান্তে মাথায় হাত মধ্যবিত্তের। তারা মনে করছেন, এর ফলে তাদের রেল যাত্রার খরচ অনেকটাই বাড়বে। রেল সূত্রে অবশ্য জানা গিয়েছে, কমবে থ্রি টিয়ার এসিতে আসনের ভাড়া। যাত্রীদের চিন্তার কারণ নেই। তবে বাড়বে আসন সংখ্যা।
Previous Articleঅসুস্থ দিলীপ ঘোষ
Next Article অরুণাচল থেকে লাদাখ সীমান্তে ১০২ দুটি সেতু গড়ছে ভারত