এক নজরে

মালদার কলেজে তালিকায় এবার নেহা কক্কর

By admin

August 31, 2020

কলকাতা ব্যুরো: একা সানি লিওনের রক্ষে নেই, এখন নেহা কক্কর আবার দোশর। আবার টিভির কার্টুন চরিত্র সিঞ্চেনও কলেজে পড়তে চেয়ে না কি শিলিগুড়ি কলেজে নাম তুলেছে। রসিকতা র আবহে সানি নেহা থেকে সিঞ্চেন- বাদ থাকছে না কেউই।আশুতোষ কলেজ ও বজবজের কলেজে সানি লিওনের নাম মেরিট লিস্টে প্রথমে আসার পর শুরু হয়েছিল বিতর্ক। বারাসাত কলেজে সেখানে যুক্ত হয় মিয়া খলিফার নামও। এবার একেবারে তালিকার প্রথমে নাম উঠেছে গায়িকা নেহা কক্করের। মালদার মানিকচক কলেজের মেরিট লিস্ট প্রকাশ হওয়ার পর এমনই ছবি ধরা পড়েছে।ইন্ডিয়ান আইডল থেকে উঠে আসা নেহা কক্কর এখন অন্যতম জনপ্রিয় গায়িকা। নেহাকে নিয়ে হইচই চলছে বিভিন্ন শোয়ে। এই অবস্থায় মালদার কলেজ এর ভর্তির তালিকা প্রথমে সেই কক্করের নাম।আশুতোষ কলেজের ঘটনার পরে কর্তৃপক্ষ লালবাজারে অভিযোগ জানিয়ে ছিলেন। কারা এইভাবে কলেজের তালিকা নাম তুলে বিতর্ক বাধাচ্ছে সে নিয়ে তদন্ত করছে লালবাজার। এখন মালদার কলেজের মেরিট লিস্টে নেহার নাম যুক্ত হওয়ায় সেই বিতর্ক আরো একটু উসকে দিল।আব্র শিলিগুড়ি কলেজে কার্টুন চরিত্র ভর্তির তালিকায় উঠে আসায় এবার শুধু রসিকতা বলে ধরছে না প্রশাসন।