এক নজরে

ধৃতদের ছাড়াতে এসে সুন্দরবনে থানা ভাঙচুর

By admin

September 13, 2020

কলকাতা ব্যুরো: রাজনৈতিক গন্ডগোলে ধৃতদের থানা থেকে জোর করে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে রবিবার সকাল থেকে ধুন্ধুমার সুন্দরবন কোস্টাল থানা থানায়। অভিযোগ আসামীদেরকে ছিনিয়ে নিয়ে যেতে পুলিশের থেকে বাধা পেয়ে থানায় ব্যাপক ভাঙচুর ও পুলিশ কর্মীদের মারধর করা হয়। মারের হাত থেকে রক্ষা পাননি মহিলা পুলিশ কর্মীরাও। ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে।

বেশ কিছুদিন ধরেই সুন্দরবনের রাধানগর- তারানগর পঞ্চায়েত এলাকায় বিজেপি এবং তৃণমূলের মধ্যে গোলমাল চলছিল। শনিবার দুপক্ষের মধ্যে ঝামেলা হয়। গোলমাল থামাতে পুলিশ তৃণমূলের চারজন ও বিজেপির দুজনকে গ্রেপ্তার করে কোস্টাল থানা নিয়ে যায়। অভিযোগ, রবিবার সকালে দলীয় সমর্থকদের থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তৃণমূলের বাহিনী। কিন্তু সেখানে পুলিশ বাধা দিলে ব্যাপক খন্ড যুদ্ধ বেধে যায়। পুলিশকে মারধর, থানা ভাঙচুর এর পাশাপাশি একটি বাইক থানা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে পুলিশ। এলাকায় প্রবল উত্তেজনা থাকায় জেলা পুলিশের সিনিয়র অফিসারদের কোস্টাল থানা পাঠানো হয়েছে।

যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তৃণমূলের বক্তব্য, পুলিশ বিজেপির হলে কাজ করছে। তারই প্রতিবাদ জানাতে তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছিলো। কোথাও কোন ভাঙচুর বা মারধর করা হয়নি।