এক নজরে

Sunderban Opens For Tourists: ১ অক্টোবর থেকে খুলছে সুন্দরবন

By admin

September 18, 2021

কলকাতা ব্যুরো: পর্যটকদের জন্য সুখবর। আগামী ১ অক্টোবর থেকেই খুলে যাচ্ছে সুন্দরবন। ওই দিন থেকেই ফের জলে, জঙ্গলে ঘোরার সুযোগ পাবেন ভ্রমণার্থীরা ৷ বন দফতরের তরফে জারি করা নির্দেশিকায় এমনটাই জানানো হয়েছে।

প্রসঙ্গত, কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে শর্তসাপেক্ষে রাজ্যে একের পর এক পর্যটনকেন্দ্র খুলে গেলেও সুন্দরবনকে এতদিন পর্যটকদের ছোঁয়াচ থেকে বাঁচিয়ে রাখা হয়েছিল ৷ ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছিল পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষকে ৷ অবশেষে বন দফতর ফের সুন্দরবন ঘোরার অনুমতি দেওয়ায় সেই দুর্দিন ঘুচবে বলেই আশা ট্যুর অপারেটরদের।

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর তাপস দাস এই প্রসঙ্গে বলেন, আগামী ১ অক্টোবর থেকেই পর্যটকরা সুন্দরবন ভ্রমণের জন্য বুকিং করতে পারবেন ৷ তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী, পর্যটকদের সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সুন্দরবনের পর্যটন ব্যবসায়ী নিউটন সরকার, বাপ্পাদিত্য রায়রা জানিয়েছেন, জঙ্গল বন্ধ থাকায় পুজোর বুকিং নিতে পারছিলেন না তাঁরা ৷ বন দফতর পুজোর মরশুম শুরু হওয়ার ঠিক আগেই জঙ্গল খুলে দেওয়ায় সকলেই খুব খুশি। সরকারি নির্দেশ মেনেই তাঁরা পর্যটকদের ঘোরার যাবতীয় আয়োজন করবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, গত বছর করোনা সংক্রমণের জেরে মার্চের শেষ সপ্তাহে বন্ধ হয়ে যায় সুন্দরবনের পর্যটন ৷ এরপর ২০২০ সালেই ১৫ জুন পর্যটকদের জন্য ফের জঙ্গল খুলে দেওয়া হলেও দেশজুড়ে আবারও লাগামছাড়া হয় সংক্রমণ ৷ ফলে জঙ্গল খোলার একমাসের মধ্যেই তা ফের বন্ধ করে দেওয়া হয় ৷ এরপর গত বছরের ২৩ সেপ্টেম্বর থেকে আবারও জঙ্গলে ভ্রমণের অনুমতি পান পর্যটকরা ৷ কিন্তু দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় চলতি বছরের এপ্রিল মাসে ফের বন্ধ হয়ে যায় সুন্দরবন ৷

সেই থেকে টানা পাঁচ মাসেরও বেশি পর্যটকদের সুন্দরবনে আসার অনুমতি ছিল না ৷ অবশেষে সেই নিষেধাজ্ঞা উঠল ৷ কিন্তু, জলে, জঙ্গলে ঘুরতে হলে কঠোরভাবে কোভিডবিধি মেনে চলতে হবে ৷ প্রত্যেক পর্যটককে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে ৷

পাশাপাশি, শারীরিক দূরত্ববিধি যাতে বজায় থাকে, সেই ভাবেই পর্যটকদের ঘোরার আয়োজন করতে হবে পর্যটন ব্যবসায়ীদের ৷ এছাড়া, নিয়ম মেনে বারবার স্যানিটাইজেশন করতে হবে ৷