এক নজরে

মারা গেলেন ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা

By admin

October 29, 2020

কলকাতা ব্যুরো: রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাসদা আজ সকালে মারা গেলেন। দীর্ঘদিন ক্যান্সারে ভোগা সুকুমার বাবু কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক সুকুমার হাসদার মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর।

২০১১ সালে ঝারগ্রাম বিধানসভায় জিতে ছিলেন। তার পরেই তাকে রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী করা হয়। ২০১৬ সালে জিতলেও তাকে মন্ত্রী না করে সাধারণ বিধায়ক হিসেবে রাখা হয়। গত বছর তাকে দেওয়া হয় ডেপুটি স্পিকারের পদ।