কলকাতা ব্যুরো: পদ্মশিবিরে নাটকীয় রদবদল। বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে অপসারিত দিলীপ ঘোষ। বিজেপির নয়া রাজ্য সভাপতি হলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সোমবার বিজেপির তরফে বিবৃতি প্রকাশ করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এই খবর জানিয়েছেন।
বিবৃতি অনুযায়ী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার নির্দেশেই এই রদবদল। এই বিবৃতি প্রকাশের পর থেকে রাজ্যের বিজেপি সভাপতির দায়িত্ব সামলাবেন সুকান্ত মজুমদার বলে পদ্মশিবিরের খবর। তবে রাজ্য বিজেপি সভাপতির পদ থেকে সরিয়ে দিলীপ ঘোষকে সর্বভারতীয় জনতা পার্টির সহ-সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, রাজ্য সভাপতি হিসেবে দিলীপের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের জানুয়ারি মাসে। পেশায় শিক্ষক সুকান্ত মজুমদার। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বালুরঘাটের সাংসদ হিসেবে নির্বাচিত হন তিনি। নয়া রাজ্য বিজেপি সভাপতিকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন। টুইটে দিলীপ ঘোষ লেখেন, ‘ভারতীয় জনতা পার্টির নতুন রাজ্য সভাপতি হিসেবে ডঃ সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানাই এবং তার সাফল্য কামনা করি |’
দিন দুয়েক আগে বঙ্গ রাজনীতির সবথেকে অপ্রত্যাশিত ইউটার্ন বাবুল সুপ্রিয়র দলবদল। শনিবার দুপুরে আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দেওয়ার ঘটনা আলোড়ন ফেলে দেয় রাজ্য রাজনীতি। আরও একবার বাংলার রাজনীতিতে নাটকীয় পটবদল। বাবুলের দল ত্যাগের দুদিনের মাথায় রাজ্য সভাপতির পদে বদল আনল বিজেপি হাইকম্যান্ড।